Daring Woman: আসতে ভয় পান সকলে! সেই শ্মশানে সন্তানদের নিয়ে সংসার পতে সবার ‘রোল মডেল’ এই মা
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Daring Woman: জীবনের শেষ পরিণতি শ্মশানে বা কবরে। সেই দিকে তাকাতে অনেক মহিলাই ভয় পান। কিন্তু জয়াম্মা ঘর বেঁধেছেন সেই শ্মশানে।
অন্ধ্রপ্রদেশ: চিতাতেই সব শেষ… কিন্তু সেই চিতাই গড়ে দিতে পারে জীবন। লড়াই করে বেঁচে থাকা নারীর জীবনসংগ্রামের সাক্ষী হয়ে উঠতে পারে চিতা।
অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার বাসিন্দা জয়াম্মা। তাঁর সাহসের কাছে হার মানতে বাধ্য যে কোনও পুরুষ। আর সেই সাহসে ভর করেই জয়াম্মা হয়ে উঠতে পারেন অন্য যে কোনও নারীর ‘রোল মডেল’। জীবনের সমস্ত বাধা জয় করে সাফল্যের মুখ দেখেছেন জয়াম্মা।
advertisement
জীবনের শেষ পরিণতি শ্মশানে বা কবরে। সেই দিকে তাকাতে অনেক মহিলাই ভয় পান। কিন্তু জয়াম্মা ঘর বেঁধেছেন সেই শ্মশানে। আসলে জয়াম্মার স্বামী ছিলেন শ্মশানের রক্ষক। আনাকাপল্লিতে চার সন্তান আর স্বামীকে নিয়ে ছিল জয়াম্মার সুখের সংসার। সেই সময়ে আনাকাপল্লি ছিল বিশাখা জেলার অংশ। কিন্তু বছর কুড়ি আগে স্বামীকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েন জয়াম্মা।
advertisement
একদিকে রোজগেরে মানুষের মৃত্যু, অন্যদিকে চার সন্তানের দায়িত্ব, তবে জয়াম্মা বিচলিত হননি। বরং দৃঢ়ভাবে স্বামীর পেশাকেই বেছে নিয়েছিলেন নিজের জীবন চালানোর পাথেয় হিসেবে। সেই মতো তিনি সন্তানদের সঙ্গে নিয়েই ঘর বাঁধেন আনাকাপল্লির গাভারপালেম শ্মশানে। শুরু করেন শ্মশান রক্ষার কাজ।
সাধারণত, যেসব স্থানে দিনের আলোয় পুরুষেরাও যেতে ভয় পান, সেইখানে শুরু হয় জয়াম্মার নতুন সংসার। জয়াম্মা বলেন, ‘প্রথম দিকে কিছু লোক আমাকে নিয়ে তামাশাও করত। সন্তানদের নিয়ে শ্মশানে থাকি বলে দুনিয়ার কাছে এক অদ্ভুত মানুষ হয়ে গিয়েছিলাম।’ কিন্তু কোনও বাধাই তাঁর পথ আটকে দাঁড়াতে পারেননি। একে একে বড় হয়েছেন তাঁর চার সন্তান, সকলেই শিক্ষিত।
advertisement
তবে পরিস্থিতি যে মোটেও অনুকুল ছিল না, তা মনে করে আজও কেঁপে ওঠেন জয়াম্মা। শ্মশান সামলাচ্ছেন এক মহিলা, এমন ছবি দেখতে মোটেও অভ্যস্ত ছিলেন না তখনকার মানুষজন। তাঁরা অনেকেই শবদেহ নিয়ে চলে যেতেন অন্য শ্মশানে।
কিন্তু শেষ পর্যন্ত জয় হয় জয়াম্মার জেদের। তাঁর আত্মবিশ্বাস নড়িয়ে দেয় অন্যদের বিশ্বাসের ভিত। আবার একে একে মানুষ আসতে থাকেন গাভারপালেম শ্মশানে। শুরু হয় দাহ কাজ। এখনও পর্যন্ত প্রায় ৫০ হাজার শবদাহের সাক্ষী থেকেছেন জয়াম্মা।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 3:04 PM IST