হোম /খবর /দেশ /
৪৫ বছরের ছেলের দেখাশোনা করতে নারাজ মা, বদলে বাবা-ছেলের কাণ্ড জানলে গা শিউরে উঠবে

Crime News: ৪৫ বছরের ছেলের দেখাশোনা করতে নারাজ মা, বদলে বাবা-ছেলের কাণ্ড জানলে গা শিউরে উঠবে!

৪৫ বছরের ছেলের দেখাশোনা করতে নারাজ মা, বদলে বাবা-ছেলের কাণ্ড জানলে গা শিউরে উঠবে!

৪৫ বছরের ছেলের দেখাশোনা করতে নারাজ মা, বদলে বাবা-ছেলের কাণ্ড জানলে গা শিউরে উঠবে!

Crime News|| স্বামীর ভাড়া করা লোকের হাতে খুন হলেন স্ত্রী। পুলিশ সূত্রে খবর, ৭১ বছর বয়সি স্বামীর ভাড়াটে খুনিরা বুধবার ৩৫ বছর বয়সি মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে।

  • Share this:

দিল্লিঃ স্বামীর ভাড়া করা লোকের হাতে খুন হলেন স্ত্রী। পুলিশ সূত্রে খবর, ৭১ বছর বয়সি স্বামীর ভাড়াটে খুনিরা বুধবার ৩৫ বছর বয়সি মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। দুপুর আড়াইটার দিকে পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে মৃত অবস্থায় দেখতে পায় পুলিশ। তাঁর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

গত বছরের নভেম্বরে এসকে গুপ্তার সঙ্গে বিয়ে হয় এই মহিলার। এক সিনিয়র পুলিশ অফিসারের কথায়, এসকে গুপ্তা নামক ব‍্যক্তি মৃত মহিলাকে বিয়ে করেন তাঁর শারীরিকভাবে প্রতিবন্ধী এবং সেরিব্রাল পলসিতেও আক্রান্ত ছেলে অমিতের যত্ন নেওয়ার জন‍্য। অমিতের বয়স ৪৫। কিন্তু মহিলা অমিতের দেখাশোনা করতে রাজি হয় না। তাই, এসকে গুপ্তা ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তাঁর স্ত্রী ১ কোটি টাকা খোরপোশের জন‍্য দাবি করেন বলে জানান তিনি।

কিন্তু এসকে গুপ্তা তাঁর স্ত্রীর সঙ্গে থাকতে নারাজ ছিলেন। পুলিশ আরও জানিয়েছে যে, গুপ্তার তাঁর ছেলে অমিতকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আলাপ হয় অভিযুক্ত ভিপিনের সঙ্গে। বাবা ও ছেলে তখনই ভিপিনের সঙ্গে মহিলাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। তিনি হত্যা করার জন্য ভিপিনকে ১০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমনকী ২.৪০ লক্ষ টাকা অগ্রিম দিয়েছিলেন।

পরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত ভিপিন ও তার সহযোগী হিমাংশু, এসকে গুপ্তার বাড়িতে গিয়ে মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। অভিযুক্ত দুজনকে ইতিমধ‍্যে আটক করা হয়েছেন। পুলিশকে বিভ্রান্ত করার জন্য, অভিযুক্তরা বাড়িতে ভাঙচুর চালায় এবং মৃত মহিলা ও অমিতের মোবাইল ফোন কেড়ে নেয়। তাহলে ঘটনাটিকে ডাকাতি বলে মনে হবে। চার অভিযুক্ত – এসকে গুপ্তা, তাঁর ছেলে অমিত এবং দুই ভাড়াটে খুনি – ভিপিন শেঠি (৪৫) এবং হিমাংশু (২০) কে ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য গ্রেফতার করা হয়েছে। সবাই নিজেদের অপরাধ স্বীকার করেছে। অপরাধে ব্যবহৃত ফোন, রক্তমাখা কাপড় ও স্কুটার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Published by:Salmali Das
First published:

Tags: Crime News, Delhi