Cyber Crime: সাবধান! QR কোড স্ক্যান বা কল ফরওয়ার্ডিং করেই সর্বস্বান্ত, প্রতারণার নতুন ছক

Last Updated:

Cyber Crime || আমরা যতই ডিজিটাল যুগের দিকে এগিয়ে যাচ্ছি, ততই সাইবার ক্রাইম বাড়ছে। সাইবার প্রতারণার অপরাধীরা নতুন নতুন উপায়ে মানুষকে তাদের ফাঁদে ফেলে।

সাবধান! QR কোড স্ক্যান বা কল ফরওয়ার্ডিং করেই সর্বস্বান্ত, প্রতারণার নতুন ছক
সাবধান! QR কোড স্ক্যান বা কল ফরওয়ার্ডিং করেই সর্বস্বান্ত, প্রতারণার নতুন ছক
আলমোড়া: আমরা যতই ডিজিটাল যুগের দিকে এগিয়ে যাচ্ছি, ততই সাইবার ক্রাইম বাড়ছে। সাইবার প্রতারণার অপরাধীরা নতুন নতুন উপায়ে মানুষকে তাদের ফাঁদে ফেলে। এবং এক মিনিটের মধ্যে তাঁদের অ্যাকাউন্ট থেকে সব টাকা হাতিয়ে নিচ্ছে। সাইবার জালিয়াতির অপরাধীরা নতুন নতুন ভাবে মানুষকে তাদের ফাঁদে ফেলছে, এ জন্য সবাইকে সতর্ক হতে হবে। নিউজ ১৮ লোকাল-কে ওশিন যোশি, (সিও অপারেশন, আলমোড়ার উত্তরাখণ্ড) একটি বিশেষ সাক্ষাত্কারে বলেন যে, সাইবার ক্রাইম ক্রমাগত বাড়ছে এবং প্রতিদিন নতুন উপায়ে প্রতারণা করা হচ্ছে।
ওশিন যোশি বলেছেন, ‘আপনার ফোনে প্রথমে একটি মেসেজ আসে এবং বেশিরভাগই দেখা যায় যে আপনি আপনার ফোনে মিসড কল অ্যালার্টের মাধ্যমে মেসেজ পান। আপনি যদি সেই মেসেজটি খুলে তার লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের টাকা সেখান থেকেও গায়েব হতে পারে। আপনি যদি মনে করেন যে টেলিকম কোম্পানির পক্ষ থেকে কোনও বার্তা এসেছে, তবে কেবল এটিতে ক্লিক করুন, অন্যথায় বাকি সব ডিলিট করে দিতে হবে।’
advertisement
advertisement
QR (কিউআর) স্ক্যান করার জন্য তাড়াহুড়ো না করার বার্তা দেওয়া হয়েছে। সিও ওশিন জোশি আরও বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে QR (কিউআর) স্ক্যানারের মাধ্যমেও প্রতারণার শিকার হতে। যদি কেউ আপনার ফোনে একটি QR কোড পাঠায়, তাহলে সেটি স্ক্যান করার আগে ভাল করে দেখে নিন। সঠিক ব্যক্তির দ্বারা পাঠানো হয়েছে কি না। তাড়াহুড়ো করে কোডটি স্ক্যান করবেন না। কারণ যদি এটি একবার স্ক্যান করেন তবে আপনার টাকা অবিলম্বে কেটে নেওয়া হতে পারে, এতে একটি বড় অঙ্কের টাকা খোয়াতে পারেন।’
advertisement
কল ফরওয়ার্ডিংও বিপজ্জনক হতে পারে। সিও ওশিন যোশি জানান, ‘আজকাল কল ফরওয়ার্ড করার মেসেজও আসছে। কল ফরওয়ার্ডিং মানে আপনার নম্বরটি অন্য নম্বরে ফরোয়ার্ড করা, যেখানে আপনার দ্বিতীয় নম্বরে বার্তা বা কল আসবে। আপনি যদি এটি করেন তবে হ্যাকার আপনার নম্বরের সমস্ত তথ্য যেনে যেতে পারে। এসবের মাধ্যমে সাইবার অপরাধীরা আপনাকে তাদের ফাঁদে ফেলবে। তাই কোনরকম তথ‍্য ভাগ করে নেওয়ার আগে সব খোঁজ নেওয়া উচিত।’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cyber Crime: সাবধান! QR কোড স্ক্যান বা কল ফরওয়ার্ডিং করেই সর্বস্বান্ত, প্রতারণার নতুন ছক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement