হোম /খবর /দেশ /
বন্ধুকে বিশ্বাসের করুণ ফল! ১২ বছরের কিশোরের সঙ্গে সাংঘাতিক কাণ্ড ‍

Crime News: বন্ধুকে বিশ্বাসের করুণ ফল! ১২ বছরের কিশোরের সঙ্গে সাংঘাতিক কাণ্ড

বন্ধুকে বিশ্বাসের করুণ ফল!

বন্ধুকে বিশ্বাসের করুণ ফল!

Crime News || বন্ধুর সঙ্গে পুরনো ঝগড়া তার পরিণতি হল ভয়াবহ। তিনজন নাবালক তাদের বন্ধুকে ডেকে এনে খুন করল। ভয়ঙ্কর ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের সিওনি জেলায়।

  • Share this:

মধ্যপ্রদেশ: বন্ধুর সঙ্গে পুরনো ঝগড়া তার পরিণতি হল ভয়াবহ। তিনজন নাবালক তাদের বন্ধুকে ডেকে এনে খুন করল। ভয়ঙ্কর ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের সিওনি জেলায়। পুলিশ জানিয়েছে, শ্বাসরোধ করে হত্যা করে তার মাথা থেতলে দেওয়া হয় এবং একটি ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে দেওয়া হয়েছে।

পুলিশ সন্দেহ করছে পুরানো ঝগড়ার জেরে এই ঘটনাটি ঘটানো হয়েছে। পুলিশের দাবি, তিনজন অভিযুক্ত নাবালক মৃত ছেলেটিকে নির্জন জায়গায় ডেকে খুনটি করে।।

বারঘাট থানার অফিসার প্রসন্ন শর্মা পিটিআইকে জানিয়েছেন, ‘তিনজন, যথাক্রমে ১৬, ১৪ এবং ১১ বছর বয়সি, ১২ বছর বয়সি ছেলেটিকে সিওনি জেলা সদর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে মাগারকাথা গ্রামের একটি নির্জন জায়গায় ডেকে নিয়েছিল। তিনজন অভিযুক্ত নাবালকের মধ‍্যে দুজন ভাই।”

আরও পড়ুনঃ পেটের ভিতর কী? জোর করে খাইয়ে উদ্ধারের চেষ্টা ডাক্তারদের, যা বের হল অবিশ্বাস্য!

অফিসার প্রসন্ন শর্মা আরও বলেন, “তারা অনেক আগে থেকেই অপরাধের পরিকল্পনা করেছিল। তাদের বন্ধুকে একটি নির্জন জায়গায় ডেকেছিল। তারা তাকে ধরে সাইকেলের চেইন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ছেলেটি যন্ত্রণায় কান্নাকাটি করার জন‍্য তারা একটি বড় পাথর দিয়ে মাথা থেঁতলে দেয় এবং একটি ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে” ।

আরও পড়ুনঃ সিবিএসই ক্লাস ১২-এর রেজাল্টে টেক্কা দিল মেয়েরা, ২০২৪-এর পরীক্ষার দিন জানাল বোর্ড

পরে অভিযুক্তরা একটি প্লাস্টিকের ব্যাগে মৃতদেহ ভরে বাড়ির কাছে স্তূপে ফেলে দেয়। সূত্রের খবর, একজন মহিলা রক্তমাখা ব্যাগটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। যদিও এই ঘটনায় হতবাক পুলিশও। তাঁদের কথায়, অভিযুক্ত নাবালকরা দাগী খুনিদের মতো অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিন অভিযুক্তকে আটক করে আদালতে হাজির করা হয়েছে, তাদের ১৪ দিনের জন্য সংশোধনাগারে পাঠানো হয়েছে।

Published by:Salmali Das
First published:

Tags: Crime News, Murder