ম্যাকাওকে স্বপ্নের পাখি বা ড্রিম বার্ড বলা হয়৷
ম্যাকাও খুব দামি পাখি। তাই সাধ থাকলেও সবার এই পাখি কেনার সাধ্য হয় না।
সবচেয়ে প্রচলিত ম্যাকাও হলুদ-লালের মিশ্রনের। গাঢ় উজ্জ্বল রঙের জন্যই এদের দেখতে বেশি ভাল লাগে৷
ম্যাকাও-এর আকার হয় মোটামুটি ১ থেকে ৩ ফুট৷ তোতা পাখির বিভিন্ন প্রজাতির মধ্যে ম্যাকাউ প্রজাতি সবথেকে জনপ্রিয়।
এরা এক কেজি হতে পৌনে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের দেখার আগে আওয়াজ শুনা যায়।
এদের দেখার আগে আওয়াজ শুনা যায়। কারন এদের উচ্চস্বরে ডাক।
এদের যদি ভালভাবে যত্ন নিলে নীল এবং সোনালি বর্ণের ম্যাকাউ গড়ে ৬০ বছর পর্যন্ত বাঁচতে পারে।
বেশিরভাগ ক্ষেত্রে মানুষের কথার অবিকল নকল করতে পারে। এদের খাদ্য তালিকায় থাকে ফলমূল, ফলের বীজ, বাদাম জাতীয় খাবার।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন