Dadake Bolo to start in Tripura: দিদিকে বলো-র ধাঁচেই ত্রিপুরায় দাদাকে বলো! মমতাকেই নকল করছেন বিপ্লব, খোঁচা তৃণমূলের

Last Updated:

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ার পরই রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে দিদিকে বলো কর্মসূচি শুরু হয় (Dadake Bolo to start in Tripura)৷

#আগরতলা: 'দিদিকে বলো'-র আদলে এবার ত্রিপুরায় শুরু হচ্ছে দাদাকে বলো৷ অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের হেল্পলাইন ফোন করে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন ত্রিপুরার মানুষ৷ সরকারি ভাবে যে কর্মসূচির নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে বলো৷ আগামী ৬ সেপ্টেম্বর এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা৷ ১৯০৫-এই নম্বরে ফোন করে সমস্যার কথা জানানো যাবে৷
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হওয়ার পরই রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে দিদিকে বলো কর্মসূচি শুরু হয়৷ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও নিবিড় করতেই এই উদ্যোগ নেওয়া হয়৷ দিদিকে বলো-র হেল্পলাইন নম্বরে ফোন করে উপকৃতও হন বহু মানুষ৷
২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ ইতিমধ্যেই ত্রিপুরা দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছে তৃণমূল৷ বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে আমজনতার নানা ক্ষোভের কথাও সামনে আসছে৷ যে ক্ষোভগুলিকে কাজে লাগিয়েই ত্রিপুরায় নিজেদের জনভিত্তি আরও মজবুত করতে চাইছে পশ্চিমবঙ্গের শাসক দল৷ ফলে সময় থাকতেই ত্রিপুরাবাসীর সমর্থন ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটলেন বিপ্লব দেব৷
advertisement
advertisement
তৃণমূল কটাক্ষ করে বলছে, পশ্চিমবঙ্গের দিদিকে বলো কর্মসূচিকে নকল করেই ত্রিপুরাতেও একই পথে হাঁটছে সেখানকার বিজেপি সরকার৷ যদিও তৃণমূলের এই অভিযোগ মানতে নারাজ বিজেপি৷ ত্রিপুরা বিজেপি-র মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, 'এর সঙ্গে দিদিকে বলো কর্মসূচির কোনও সম্পর্ক নেই৷ মানুষের সামগ্রিক উন্নয়নে কোনও খামতি থাকলে দ্রুত যাতে সেই সমস্যা চিহ্নিত করা যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷
advertisement
তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের পাল্টা কটাক্ষ, 'বিজেপি বুঝতে পারছে ত্রিপুরায় তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং তৃণমূল আসছে৷ তৃণমূলের বিভিন্ন জনমুখী প্রকল্পকে নকল করে বিজেপি বাঁচার চেষ্টা করছে৷ দিদিকে বলোর বিপুল সাফল্য দেখেই এই পথে হেঁটেছে বিজেপি৷ ত্রিপুরাবাসীর কাছে আবেদন, নকল নেবেন কেন, আসলটা নিন৷ এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত৷ নকলনবিশ বিজেপি-কে ত্রিপুরার মানুষ আর গ্রহণ করবে না৷'
বাংলা খবর/ খবর/দেশ/
Dadake Bolo to start in Tripura: দিদিকে বলো-র ধাঁচেই ত্রিপুরায় দাদাকে বলো! মমতাকেই নকল করছেন বিপ্লব, খোঁচা তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement