এখন ঠিক কোথায় রয়েছে নিসর্গ? দেখে নিন ঝড়ের স্যাটেলাইট চিত্র

Last Updated:

দুপুর ঠিক আড়াইটে নাগাদ ভূমিভাগে আছড়ে পড়ে সাইক্লোন 'নিসর্গ' । মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র জুড়ে শুরু হয় প্রবল তাণ্ডবলীলা ।

#মুম্বই: দুপুর ঠিক আড়াইটে নাগাদ ভূমিভাগে আছড়ে পড়ে সাইক্লোন 'নিসর্গ' । মুম্বই-সহ গোটা মহারাষ্ট্র জুড়ে  শুরু হয় প্রবল তাণ্ডবলীলা । আলিবাগ থেকে ৪০ কিলোমিটার এবং মুম্বই থেকে ৯৫ কিলোমিটার দূরে রায়গড়ে  আছড়ে পড়ে প্রবল শক্তি নিয়ে । তবে মুম্বই-এ ঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েনি । বাণিজ্যনগরীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে প্রবল বৃষ্টি । তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে৷ হাওয়ার তেজও কমেছে ৷ তাহলে কী এবারের মতো বিদায় নিল নিসর্গ? এখন তাঁর অবস্থান কোথায়?
দেখে নিন স্যাটেলাইট চিত্র---
Photo: skymetweather Photo: skymetweather
advertisement
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুর্বল হচ্ছে নিসর্গ, বিকেলের মধ্যে গভীর নিম্নচাপে পরিবর্তিত হবে ঘূর্ণিঝড় নিসর্গ ৷
অন্যদিকে, ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে মুম্বই বিমানবন্দর ৷ সন্ধে ৭ টা পর্যন্ত বিমান ওঠা-নামা বন্ধ ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এখন ঠিক কোথায় রয়েছে নিসর্গ? দেখে নিন ঝড়ের স্যাটেলাইট চিত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement