Crime News: ‘মায়ের মৃতদেহ ঝুলিয়ে মাথায় পাথর দিয়ে...’, ৪ বছরের শিশুকন্যা ছবি এঁকে বোঝাল তার বাবা কীভাবে মাকে খুন করেছে

Last Updated:

Crime News: শিশুর আঁকা একটি স্কেচ দেখে পুলিশের ধারণা, তরুণীকে হত্যা করেছে তাঁর স্বামী, পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সন্দীপ বুধোলিয়া৷ তার পর তরুণীর নিথর দেহ ঝুলিয়ে দেওয়া হয় এটা বোঝাতে যে তিনি আত্মহত্যা করেছেন

পুলিশের সন্দেহ, স্বামীর হাতে খুন হয়েছেন ওই শিশুর মা
পুলিশের সন্দেহ, স্বামীর হাতে খুন হয়েছেন ওই শিশুর মা
ঝাঁসি: আপাতভাবে মনে করা হয়েছিল আত্মঘাতী হয়েছেন ঝাঁসির গৃহবধূ৷ কিন্তু ঘটনাপ্রবাহের মোড় ঘুরিয়ে দিল তাঁর ৪ বছরের কন্যাসন্তানের আঁকা স্কেচ৷ ছবি দেখে পুলিশের সন্দেহ, স্বামীর হাতে খুন হয়েছেন ওই শিশুর মা৷ তার পর হত্যাকে সাজানো হয়েছে আত্মহত্যা হিসেবে৷
ঘটনাস্থল ঝাঁসির কোতওয়ালি থানার পঞ্চবটী শিব পরিবার কলোনি৷ সেখানকার বাসিন্দা ২৭ বছর বয়সি এক বধূর শ্বশুরবাড়ির তরফে সোমবার জানানো হয় ওই তরুণী আত্মহত্যা করেছেন৷ অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করে পুলিশ কথা বলে মৃতার ৪ বছরের মেয়ের সঙ্গে৷ ওই শিশুর আঁকা একটি স্কেচ দেখে পুলিশের ধারণা, তরুণীকে হত্যা করেছে তাঁর স্বামী, পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সন্দীপ বুধোলিয়া৷ তার পর তরুণীর নিথর দেহ ঝুলিয়ে দেওয়া হয় এটা বোঝাতে যে তিনি আত্মহত্যা করেছেন৷
advertisement
পুলিশকে ওই বালিকা জানিয়েছে, ‘‘বাবা মারধর করে মাকে খুন করেছে৷ তার পর বাবা বলে ‘তুমি মরতে চাইলে মরো’৷ এটা বলে এর পর মায়ের মৃতদেহ ঝুলিয়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে বাবা৷ তার পর মায়ের দেহ নামিয়ে একটি বস্তায় ভরে রাখে৷’’ পুরো ঘটনাটি পুলিশকে স্কেচ করে দেখায় ওই শিশু৷
advertisement
advertisement
তার মায়ের উপর যে দীর্ঘ দিন ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চলত, সে কথাও পুলিশকে জানিয়েছে ওই শিশু৷ বলেছে, ‘‘আমি বাবাকে একবার বলেছিলাম যে যদি তুমি আমার মায়ের গায়ে হাত দাও, আমি তোমার হাত ভেঙে দেব৷ মাকে মারত বাবা৷ বলত, তোর আর তোর মা-দু’জনেরই মরা উচিত৷’’
আরও পড়ুন : সামনে বিয়ে উপলক্ষে বাড়িতে মজুত ১০ ভরি সোনা! বধূর হাতপা বেঁধে, অচৈতন্য করে, মুখে কাপড় গুঁজে লুঠপাট দুষ্কৃতীদের
মৃতার বাবা পুলিশের কাছে বলেছেন তাঁর মেয়ের সঙ্গে অভিযুক্ত সন্দীপের বিয়ে হয় ২০১৯ সালে৷ কিন্তু তাঁদের সম্পর্কে অশান্তি লেগেই থাকত৷ নিহত তরুণীর বাবার অভিযোগ, ‘‘বিয়েতে আমি ২০ লক্ষ টাকা বরপণ দিয়েছিলাম৷ কিন্তু তার পরও সন্দীপ ও তাঁর পরিবার চাপ দিতেই থাকে৷ একটা গাড়ি চেয়েছিল তারা৷ আমি বলেছিলাম সেটা আমার ক্ষমতার বাইরে৷ এর পরই আমার মেয়ের উপর ওরা অত্যাচার করতে থাকে৷ আমি পুলিশের কাছেও গিয়েছি৷ মধ্যস্থতার পর সমঝোতায় এসেছিলাম দুই পক্ষ৷’’
advertisement
কিন্তু পরিস্থিতি আরও জটিল হয় ওই তরুণী কন্যাসন্তানের জন্ম দেওয়ায়৷ নিহত তরুণীর বাবা বলেন, ‘‘সন্দীপ পুত্রসন্তান চেয়েছিল৷ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সে এবং তার পরিবার আমার মেয়েকে হাসপাতালে ফেলে রেখে চলে যায়৷ আমি হাসপাতালের বিল মিটিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে আসি৷ এক মাস পর সন্দীপ এসে মেয়ে ও নাতনিকে নিয়ে যায়৷’’
advertisement
আরও পড়ুন : উৎকর্ষের দৌড়ে আলিপুরদুয়ারের সঙ্গে জোর লড়াই লামডিংয়ের, পিছিয়ে নেই কাটিহারও
তরুণীর বাবা জানান, সোমবার সন্দীপের বাড়ি থেকে তাঁকে প্রথমে জানানো হয় তাঁর মেয়ের শারীরিক অবস্থা গুরুতর৷ তার পর বলা হয় মেয়ে আত্মহত্যা করেছেন৷ দ্রুত আমি সেখানে পৌঁছে জানতে পারি আমার মেয়ে আর নেই৷
advertisement
কোতওয়ালি থানার পুলিশ জানিয়েছে তরুণীর মৃত্যুরহস্যের তদন্ত চলছে৷ মৃতার দেহ পাঠানো হয়েছে অটোপ্সির জন্য৷ রিপোর্ট এলে অনেক ধোঁয়াশা কাটবে বলে ধারণা তদন্তকারীদের৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: ‘মায়ের মৃতদেহ ঝুলিয়ে মাথায় পাথর দিয়ে...’, ৪ বছরের শিশুকন্যা ছবি এঁকে বোঝাল তার বাবা কীভাবে মাকে খুন করেছে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement