Crime News: পণের দাবি না মেটায় স্ত্রীকে খুন শ্বশুরবাড়ির লোকজনের, হাসপাতালে মৃতদেহ ফেলে পালাল স্বামী

Last Updated:

Crime News: পণের দাবিতে মাটিয়া থানার সরুপনগর এলাকায় বিয়ের ৭ মাসের মধ্যেই তরুণী গৃহবধূকে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
হাসনাবাদ, মাটিয়া জিয়াউল আলম: পণের দাবিতে মাটিয়া থানার সরুপনগর এলাকায় বিয়ের ৭ মাসের মধ্যেই তরুণী গৃহবধূকে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের।
আরও পড়ুনঃ খরচ হবে না ১ টাকাও…! ৭দিনে শরীর থেকে উপড়ে ফেলবে ডায়াবেটিস, রোজ খান এই খাবার, তরতরিয়ে নামবে সুগার লেভেল!
পণের দাবিতে তরুণী গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। মৃতদেহ নিয়ে ধান্যকুড়িয়া হাসপাতালে নাম পরিচয় গোপন রেখে ফেলে দেওয়ার অভিযোগ। মাস ৭ আগেই দেখাশোনা করেই হাসনাবাদে রামেশ্বরপুর তুহিনা খাতুন বিয়ে হয় মাটিয়া থানায় স্বরূপনগর এলাকায়।
advertisement
বিয়ের আগে কোন পণের দাবি না থাকলেও বিয়ের ৭ মাস কাটতে না কাটতেই বুলেট গাড়ি, তিন লক্ষ টাকা আরও একাধিক সামগ্রী দাবি করে ছেলের বাড়ির পক্ষ থেকে। সেই দাবি না মেটাতেই অকথ্য ভাবে চলে অত্যাচার।
advertisement
advertisement
গতকাল দিনভর মারধর করে রাতে ঝুলিয়ে দিয়ে মৃতদেহ হাসপাতালে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ। মৃত তরুণী গৃহবধূ তুহিনা খাতুনের পরিবারের অভিযোগ বিয়ের পর থেকে একাধিকবার পণের দাবিতে মারধর করেছে। সেই দাবি না মেটাতেই মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামী, শ্বশুর, শাশুড়ী, জা, ভাসুর-সহ ছয় জনের বিরুদ্ধে। অভিযুক্তরা পলাতক।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: পণের দাবি না মেটায় স্ত্রীকে খুন শ্বশুরবাড়ির লোকজনের, হাসপাতালে মৃতদেহ ফেলে পালাল স্বামী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement