ট্রেনের AC কোচে বসেছিল যুবক, GRP এসে তার ব্যাগের তল্লাশি চালায়, সেখানে যা মিলল...!
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Jhansi Latest News: পুরী থেকে ঋষিকেশ যাওয়ার ১৮৪৭৭ নম্বর উৎকল এক্সপ্রেস সকাল ৭টা ২০ মিনিটে ঝাঁসি পৌঁছলে নিরাপত্তা বাহিনী এসে ট্রেনটিতে তল্লাশি চালাতে শুরু করে। RPF-এর কাছে আগে থেকেই এই বিষয়ে ইনপুট ছিল।
ঝাঁসি: উত্তর প্রদেশের ঝাঁসিতে, RPF এবং GRP-এর যৌথ অভিযানে ১২ লক্ষ টাকার রুপো-সহ এক যুবককে গ্রেফতার করেছে। তিনি উৎকল এক্সপ্রেসে যাত্রা করছিলেন বলে জানা গিয়েছে ৷ শুধু তাই নয়, ওই যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকার ক্যাশও উদ্ধার করা হয়েছে। রুপো ও টাকা নিয়ে জিআরপি তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। জিআরপি অফিসাররা তাকে ট্রেন থেকে নামিয়ে দেয়। সঙ্গে সঙ্গে জিএসটি দফতরের আধিকারিকদেরও জানানো হয়। তাঁরা যুবককে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।
পুরী থেকে ঋষিকেশ যাওয়ার ট্রেন ১৮৪৭৭ নম্বর উৎকল এক্সপ্রেস সকাল ৭টা ২০ মিনিটে ঝাঁসি পৌঁছলে নিরাপত্তা বাহিনী এসে ট্রেনটিতে তল্লাশি চালাতে শুরু করে। RPF-এর কাছে আগে থেকেই এই বিষয়ে ইনপুট ছিল। ট্রেনের এ-২ নম্বর কোচের ২৯ নম্বর সিটে বসেছিলেন এক যুবক। যুবকের ব্যাগ খুলে তা থেকে রুপোর গয়না ও নগদ টাকা উদ্ধার করা হয়। জিআরপি যুবককে ট্রেন থেকে তুলে থানায় নিয়ে আসে। তার ব্যাগে পাওয়া রুপোর ওজন করা হয়েছিল। মোট সাড়ে ১১ কেজির রুপো উদ্ধার হয়। উদ্ধারকৃত রুপোর বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। যুবকের কাছ থেকে ৯.৩৯ লক্ষ টাকার ক্যাশও পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
যুবক তার নাম শশাঙ্ক গুপ্তা বলে জানিয়েছেন। আরও বলা হয়েছে যে তিনি আগ্রার ফতেহাবাদ থানা এলাকায় অবস্থিত পুরানি গাল্লা মান্ডির বাসিন্দা। যুবক নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। জানালেন, রুপো ও টাকা নিয়ে ট্রেনে আগ্রা যাচ্ছিলেন। ওড়িশার রাউরকেল্লা থেকে রুপোর গয়না এনেছেন। তাকে এই মালপত্র আগ্রায় পৌঁছে দিতে বলা হয়েছিল। এরপরেই তাকে আটক করা হয়।
advertisement
আরপিএফ-এর ইনচার্জ ইন্সপেক্টর আর কে কৌশিক জানিয়েছেন যে ইন্সপেক্টর ক্রাইম উইং এবং জিআরপি যৌথভাবে ঝাঁসি স্টেশনে চেকিং অভিযান চালিয়েছিল। চার নম্বর প্ল্যাটফর্মে আসা উৎকল এক্সপ্রেসের এ-২ কোচে তল্লাশি চালানো হয়। ২৯ নম্বর সিটে বসা সন্দেহভাজন যাত্রীর ট্রলি ব্যাগ খুললে তাতে রুপোর গয়না রাখা ছিল। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকাও। জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যাওয়া ওই যুবককে।
Location :
Jhansi,Uttar Pradesh
First Published :
February 15, 2025 9:50 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ট্রেনের AC কোচে বসেছিল যুবক, GRP এসে তার ব্যাগের তল্লাশি চালায়, সেখানে যা মিলল...!