এই যানজটের যেন শেষ নেই ! সম্প্রতি ৩০০ কিমি লম্বা ‘বিশ্বের বৃহত্তম ট্র্যাফিক জ্যাম’ দেখা গিয়েছে মহাকুম্ভের পথে

Last Updated:

প্রবল যানজটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে রাস্তার উপরেই গাড়ি দাঁড় করিয়ে হাঁটা লাগাচ্ছেন পুণ্যার্থীরা। সম্প্রতি এমন দৃশ্যই দেখা গিয়েছে মহাকুম্ভের পথে ৷

মহাকুম্ভের পথে ‘বিশ্বের বৃহত্তম যানজট’
মহাকুম্ভের পথে ‘বিশ্বের বৃহত্তম যানজট’
প্রয়াগরাজ: ফিরে যান, ফিরে যান। ঘরে ফিরে যান। কেউ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার দিকে এগনোর চেষ্টা করবেন না। রাস্তা পুরো যানজটে অবরুদ্ধ হয়ে পড়েছে। গাড়ির সমুদ্রে ডুবে রয়েছে মহাকুম্ভ মেলা। গাড়ির লাইন ছাড়িয়ে গিয়েছে কমপক্ষে ৩০০ কিলোমিটার ! প্রবল যানজটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে রাস্তার উপরেই গাড়ি দাঁড় করিয়ে হাঁটা লাগাচ্ছেন পুণ্যার্থীরা। সম্প্রতি এমন দৃশ্যই দেখা গিয়েছে মহাকুম্ভের পথে ৷
সাধারণ মানুষদের মতে এটা, বিশ্বের সর্ববৃহৎ যানজট। প্রয়াগরাজের মহাকুম্ভে যাওয়ার প্রায় সমস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে ছোটবড় গাড়ি-সহ যানজটে আটকে রয়েছে পণ্যবাহী লরি এমনকী, অ্যাম্বুল্যান্সও ! প্রায় ৩০০ কিলোমিটার দীর্ঘ লম্বা যানজট আগে আর কোথাও দেখা গিয়েছে কী না, তা নিয়েও এখন চলছে জোর চর্চা।
advertisement
advertisement
ভারত সম্ভবত বিশ্বের দীর্ঘতম ট্রাফিক জ্যামের রেকর্ড তৈরি করেছে – প্রায় ৩০০ কিলোমিটার বিস্তৃত এই জ্যাম – এবং এটি বেঙ্গালুরু নয়। এই ঘটনাটি ঘটেছে গত রবিবার। মধ্যপ্রদেশে প্রয়াগরাজের দিক থেকে যাওয়া প্রচুর যানবাহন থামিয়ে দেওয়া হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় যানজট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
advertisement
প্রত্যক্ষদর্শীরা বলছেন, গাড়ি নিয়ে কুম্ভে যাওয়ার পথে বিহার ছাড়াতেই যানজটের শিকার হতে হচ্ছে জাতীয় সড়ক ধরে যাওয়া মানুষকে। কাউকে কাউকে প্রায় ১২ ঘণ্টা এক জায়গায় গাড়ি নিয়ে রাত কাটাতে হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এই যানজটের যেন শেষ নেই ! সম্প্রতি ৩০০ কিমি লম্বা ‘বিশ্বের বৃহত্তম ট্র্যাফিক জ্যাম’ দেখা গিয়েছে মহাকুম্ভের পথে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement