Indian Railways: উৎকর্ষের দৌড়ে আলিপুরদুয়ারের সঙ্গে জোর লড়াই লামডিংয়ের, পিছিয়ে নেই কাটিহারও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সফল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রেলওয়ে কর্মীদের ব্যতিক্রমী নিষ্ঠা, অধ্যবসায় এবং অদম্য দায়বদ্ধতাকে স্বীকৃতি ও সম্মান জানানোর জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করে এই বিশিষ্ট রেল সেবা পুরস্কার।
কলকাতা: প্রায় চার দশক পূর্বে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত রং ভবন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সাংস্কৃতিক এবং সরকারি সমাবেশের মূল ভিত্তি হিসেবে পরিগণিত হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব সমস্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্মী ও শ্রমিকদের প্রতি নতুন সংস্কার করা রং ভবন উৎসর্গ করেন। আধুনিক সুযোগ-সুবিধা ও সৌন্দর্যের সাথে উন্নীতকরণ করা এই রূপান্তর আগামী বছরগুলির জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পরিবারকে উপকৃত করবে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সফল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রেলওয়ে কর্মীদের ব্যতিক্রমী নিষ্ঠা, অধ্যবসায় এবং অদম্য দায়বদ্ধতাকে স্বীকৃতি ও সম্মান জানানোর জন্য একটি মঞ্চ হিসেবে কাজ করে এই বিশিষ্ট রেল সেবা পুরস্কার। ভাষণ প্রসঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব গুরুত্ব দিয়ে বলেন যে রেলওয়ে নিজেদের কর্মী ও আধিকারিকদের অদম্য দায়বদ্ধতা, কঠোর পরিশ্রম ও সমম্বিত দলীয় কাজের মাধ্যমে উৎপাদনশীলতা ও দক্ষতার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সাধন করেছে।২০২৩-২৪ বর্ষের জন্য বেস্ট কেপ্ট স্টেশন শিল্ডের সম্মান অর্জন করেছে গুয়াহাটি স্টেশন, অন্যদিকে ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল, লামডিং দখল করেছে বেস্ট কেপ্ট হসপিটাল অ্যাওয়ার্ড। নিউ বঙ্গাইগাঁও ওয়ার্কশপ লাভ করেছে বেস্ট কেপ্ট ওয়ার্কশপ শি্ল্ড এবং নিউ জলপাইগুড়ির সেন্ট্রাল কলোনি লাভ করেছে বেস্ট কেপ্ট রেলওয়ে কলোনি শিল্ড।পার্সোনাল ডিপার্টমেন্টের জন্য রঙিয়া ডিভিশন শিল্ড লাভ করেছে, অন্যদিকে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং সেফটি বিভাগে উৎকর্ষতার জন্য পুরস্কার লাভ করেছে তিনসুকিয়া ডিভিশন।
advertisement
মেকানিক্যাল এবং সিগনাল ও টেলিকম বিভাগের জন্য লামডিং ডিভিশন লাভ করেছে শিল্ড। অ্যাকাউন্টস বিভাগের জন্য যৌথভাবে শিল্ড লাভ করেছে আলিপুরদুয়ার ও কাটিহার ডিভিশন, অন্যদিকে আলিপুরদুয়ার ও রঙিয়া ডিভিশন কমার্শিয়াল বিভাগে উৎকৃষ্ট প্রদর্শনের স্বীকৃতি লাভ করেছে। অপারেটিং বিভাগের জন্য যৌথভাবে শিল্ড লাভ করেছে লামডিং ও আলিপুরদুয়ার ডিভিশন।বিগত অর্থবর্ষের সময় অসাধারণ সর্বাঙ্গীন কর্মপ্রদর্শনের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশন লাভ করেছে সামগ্রিক দক্ষতার শিল্ড।এগুলির পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রে উৎকৃষ্ট প্রদর্শনের জন্য বিভিন্ন বিভাগ ও ওয়ার্কশপকে এফিসিয়েন্সি শিল্ড দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : ল্যান্ড করার সময় বিপত্তি ! কানাডার টরন্টো বিমানবন্দরে ৮০ জন যাত্রী নিয়ে উল্টে গেল ডেল্টা এয়ারলাইন্সের বিমান
রাজভাষা, রেলওয়ে ইউনিয়ন/অ্যাসোসিয়েশন এবং ক্রীড়ার সঙ্গে সম্পর্কযুক্ত কার্যকলাপে জড়িত থাকার জন্য রেলওয়ে আধিকারিকদের বিগত বর্ষে তাঁদের উৎকৃষ্ট প্রদর্শনের জন্য সম্মান জানানো হয়।উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পাঁচটি ডিভিশন এবং হেড কোয়ার্টারে বিভিন্ন বিভাগের কৃতী কর্মীদের পুরস্কার প্রদান করেন। বিগত বছরে অসাধারণ কর্মপ্রদর্শনের স্বীকৃতি হিসেবে মোট ৬৯টি ব্যক্তিগত পুরস্কার এবং ৩৪টি দক্ষতার শিল্ড বিতরণ করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2025 8:38 AM IST