Crime News: ইউকে-তে দুই কিশোরীর ওপর ধর্ষণের অভিযোগ! ভারতীয় বংশোদ্ভূতকে ৯ বছরের কারাদণ্ড

Last Updated:

Crime News: লন্ডনে এক গুজরাটি বংশোদ্ভূত ব্যক্তি দুই কিশোরীর ওপর ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি, তার নাম আজীবনের জন্য যৌন অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইউকে-তে দুই কিশোরীর ওপর ধর্ষণের অভিযোগ! ভারতীয় বংশোদ্ভূতকে ৯ বছরের কারাদণ্ড
ইউকে-তে দুই কিশোরীর ওপর ধর্ষণের অভিযোগ! ভারতীয় বংশোদ্ভূতকে ৯ বছরের কারাদণ্ড
লন্ডন: লন্ডনের হ্যারো ক্রাউন কোর্ট বৃহস্পতিবার রায় ঘোষণা করে। অভিযুক্ত ৪২ বছর বয়সী হিমাংশু মাকওয়ানা চার বছর ব্যবধানে দুই কিশোরীর ওপর একই ধরনের অপরাধ সংঘটিত করেছিলেন। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিশেষজ্ঞ গোয়েন্দারা তদন্ত চালিয়ে জানতে পারেন যে মাকওয়ানা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোরীদের টার্গেট করতেন।
তদন্তকারী গোয়েন্দা কনস্টেবল লুইস জেলি জানিয়েছেন, “মাকওয়ানা নিজেকে তরুণ বলে পরিচয় দিতেন, যাতে সহজেই কিশোরীদের প্রতারিত করা যায়। তিনি এক মহিলার ওপর নৃশংস হামলা চালিয়েছিলেন, এবং কয়েক বছর পর একই কৌশল ব্যবহার করে আরেকটি ঘটনা ঘটান।”
advertisement
advertisement
২০১৯ সালে মাকওয়ানা প্রথম ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করতে স্ন্যাপচ্যাট ব্যবহার করেন। তখন ওই কিশোরীর বয়স ছিল ১৮ বছর। কয়েক মাস কথোপকথনের পর তারা দেখা করার সিদ্ধান্ত নেন। মাকওয়ানা তাকে একটি পরিত্যক্ত অফিস ব্লকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
সেই সময়ে পুলিশকে জানানো হলেও কোনও সন্দেহভাজনকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে, ২০২৩ সালের এপ্রিলে মাকওয়ানা আবার স্ন্যাপচ্যাটে একটি ভুয়া পরিচয় ব্যবহার করে ১৬ বছর বয়সী আরেক কিশোরীর সঙ্গে কথা বলা শুরু করেন। কিছুদিন পর, c কিশোরী রাজি হলে, মাকওয়ানা তাকে গাড়িতে নিয়ে তালাবদ্ধ করে ফেলেন এবং নাম পরিবর্তন করে নিজেকে ‘সমীর’ বলে পরিচয় দেন। পরে, একটি পরিত্যক্ত বাণিজ্যিক ভবনে নিয়ে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন।
advertisement
দ্বিতীয় ভুক্তভোগী ঘটনাটি পুলিশের কাছে জানানোর পর, ২৭ নভেম্বর ২০২৩ তারিখে মাকওয়ানাকে গ্রেপ্তার করা হয়। এক প্রত্যক্ষদর্শী তার ব্যবহৃত গাড়ির ছবি তুলে রাখায় পুলিশ তাকে দ্রুত চিহ্নিত করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তার ডিএনএ নমুনা পরীক্ষা করা হলে দেখা যায়, ২০১৯ সালের অপরাধের ক্ষেত্রেও তিনি অপরিচিত সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
advertisement
২০২৩ সালের ডিসেম্বরে মাকওয়ানার বিরুদ্ধে দুই ভুক্তভোগীর ওপর ধর্ষণের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। বিচারের আগেই তাকে হেফাজতে রাখা হয় এবং রায় ঘোষণার পর ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, আদালত তাকে অতিরিক্ত ৪ বছরের জন্য কঠোর নজরদারির অধীনে রাখার নির্দেশ দিয়েছে।
advertisement
ইউকে-তে সম্প্রতি আরেক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বল্টনের কিশান প্যাটেল নামে এক ব্যক্তি কেয়ার হোম ম্যানেজার হিসেবে চাকরির সাক্ষাৎকারের সময় মহিলাদের মোবাইল নম্বর সংগ্রহ করতেন এবং পরে তাদের অশ্লীল বার্তা পাঠাতেন ও হুমকি দিতেন।
মার্চ ৩ তারিখে লিভারপুল ক্রাউন কোর্টে মামলাটি ওঠে। তিনজন ভুক্তভোগী ১৮-২২ বছর বয়সী তরুণী, যারা কেয়ার হোমে চাকরির জন্য আবেদন করেছিলেন। সাক্ষাৎকার শেষে, কিশান প্যাটেল তাদের ব্যক্তিগত নম্বর সংগ্রহ করেন এবং পরে অশ্লীল বার্তা ও হুমকি দিতে শুরু করেন।
advertisement
এক ভুক্তভোগীর বাড়িতে ঢুকে তিনি ধর্ষণের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। আদালত তার বিরুদ্ধে ১০ বছরের স্টকিং প্রোটেকশন অর্ডার জারি করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: ইউকে-তে দুই কিশোরীর ওপর ধর্ষণের অভিযোগ! ভারতীয় বংশোদ্ভূতকে ৯ বছরের কারাদণ্ড
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement