PM Modi Convoy Rehearsal Incident: প্রধানমন্ত্রীর কনভয় মহড়ার মাঝে সাইকেল নিয়ে ঢুকে পরে কিশোর! চুল টেনে, চড় মেরে চরম শাস্তি পুলিশ কর্তার, ভিডিও ভাইরাল
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
PM Modi Convoy Rehearsal Incident: সোশ্যাল মিডিয়ায় পুলিশের এই হামলার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়।
সুরাট: গুজরাটের সুরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় মহড়ার সময় সড়কের মাঝখানে ভুল করে সাইকেল চালিয়ে ঢুকে পড়ায় এক ১৭ বছরের কিশোরকে এক পুলিশ কর্মী চড় মারেন এবং চুল ধরে টানেন।
বৃহস্পতিবার রতন চকে এই ঘটনা ঘটে, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সূত্র অনুযায়ী, অভিযুক্ত সাব-ইন্সপেক্টরের নাম বি গাধভি, যাকে এই ঘটনার পর সুরাট থেকে বদলি করে মরবিতে পাঠানো হয়েছে এবং তার বেতন বৃদ্ধিও এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
advertisement
advertisement
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কিশোরটি যখন সাইকেল চালিয়ে কনভয়ের মাঝে ঢুকে পড়ে, তখন পুলিশ কর্মকর্তা তাকে মারধর করেন এবং চুল ধরে টানেন।
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী টুইটে লিখেছেন— “একজন নিরীহ কিশোর ভুলবশত প্রধানমন্ত্রীর কনভয় মহড়ার মধ্যে চলে গিয়েছিল। কিন্তু তার চুল ধরে টেনে, চড় মেরে, জনসমক্ষে অপমান করা কতটা ন্যায়সঙ্গত?”
advertisement
শুক্রবার প্রধানমন্ত্রী মোদি সুরাটের লিম্বায়েত এলাকায় এক জনসভায় বক্তব্য রাখার কথা ছিল, যার আগে তার কনভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে মহড়া চালাচ্ছিল সুরাট পুলিশ।
কিশোরের পরিবারের এক আত্মীয় জানিয়েছেন যে তারা ভেবেছিলেন সে হাঁটতে বেরিয়েছে, কিন্তু অনেকক্ষণ না ফেরায় তারা চিন্তিত হয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে কিশোরটি কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। জিজ্ঞাসা করলে সে জানায় যে পুলিশ তাকে মারধর করেছে, কিন্তু সে জানত না কেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
advertisement
@GujaratPolice @CMOGuj @AmitShahOffice @AmitShah
The boy just innocently sneaked into the rehearsal of PM Modi’s convoy
How fair is it to pull the boy’s hair and push him publicly in such a disrespectful way
The official is a senior police man having violent mindset pic.twitter.com/DdUM8ZOH93
— Aditya’s Chauhan (@adi_chauhan1) March 7, 2025
advertisement
ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে গাধভির আচরণ অনুপযুক্ত ছিল এবং এটি দুর্ভাগ্যজনক। অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2025 3:02 PM IST