Father Gives Extreme Punishment to Daughter: নিজের মেয়েকে খুনের পর বাড়িতে ফোন, 'আমি মেয়েকে খালে ফেলে দিয়েছি, এবার বাকি সন্তানদের ...', জানুন এক পাষণ্ড বাবার কাহিনি...

Last Updated:

Father Gives Extreme Punishment to Daughter: কর্ণালের এক ব্যক্তি পারিবারিক কলহের জেরে নিজের ৭ বছরের মেয়েকে খালে ফেলে হত্যা করেছে। পুলিশ অভিযুক্ত ললিতকে গ্রেপ্তার করেছে এবং মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিজের মেয়েকে খুনের পর বাড়িতে ফোন, 'আমি মেয়েকে খালে ফেলে দিয়েছি, এবার বাকি সন্তানদের ...', জানুন এক পাষণ্ড বাবার কাহিনি...AI Image
নিজের মেয়েকে খুনের পর বাড়িতে ফোন, 'আমি মেয়েকে খালে ফেলে দিয়েছি, এবার বাকি সন্তানদের ...', জানুন এক পাষণ্ড বাবার কাহিনি...AI Image
কর্ণাল: কর্ণাল সামভি গ্রামের কাছে একটি খাল থেকে স্কুলের পোশাক পরা এক শিশুর মরদেহ উদ্ধার হয়। পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুরুক্ষেত্রের বাসিন্দা ললিত নামের এক ব্যক্তি পারিবারিক ঝগড়ার কারণে নিজের মেয়েকে হত্যা করেছে। ১ মার্চ সে মেয়েকে স্কুল থেকে ছুটি করিয়ে খালের ধারে নিয়ে যায়। সেখানে কলা খাওয়ার সময় সে মেয়েটিকে ধাক্কা মেরে খালে ফেলে দেয়। এরপর বাড়িতে ফোন করে জানায়, “আমি মেয়েকে খালে ফেলে দিয়েছি, এখন বাকি সন্তানদের আনতে যাচ্ছি।”
advertisement
advertisement
মেয়েটির মরদেহ খোঁজার জন্য পুলিশ ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধারকাজ চালায়। অবশেষে আজ খাল থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয় এবং পোস্টমর্টেমের পর দাহ করা হবে।
ডুবুরি প্রকাশ সিং জানিয়েছেন, ললিত প্রথমে মেয়েকে স্কুল থেকে ছুটি করিয়ে নিয়ে যায়। এরপর কলা কিনে খাওয়ার কথা বলে তাকে খালের ধারে নিয়ে যায়। যখন মেয়েটি কলার প্যাকেট খুলছিল, তখন ললিত আচমকাই তাকে ধাক্কা দিয়ে খালের জলে ফেলে দেয়।
advertisement
এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে হাঁটার সময় তিনি খালে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
কুরুক্ষেত্র পুলিশের তদন্তকারী অফিসার বলজিৎ সিং জানিয়েছেন, “আমরা মেয়েটির মরদেহ উদ্ধার করেছি এবং ঘটনার তদন্ত চলছে। খুব দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বাংলা খবর/ খবর/দেশ/
Father Gives Extreme Punishment to Daughter: নিজের মেয়েকে খুনের পর বাড়িতে ফোন, 'আমি মেয়েকে খালে ফেলে দিয়েছি, এবার বাকি সন্তানদের ...', জানুন এক পাষণ্ড বাবার কাহিনি...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement