Grandfather Jumps into Pyre: নাতির চিতায় ঝাঁপ দিয়ে দাদুর মৃত্যু! তার আগে নাতি যা করেছে, জানুন সেই হাড়হিম করা ঘটনাটি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Grandfather Jumps into Pyre: শুক্রবার, ৩৪ বছর বয়সী অভয়রাজ যাদব স্ত্রী সাবিতা যাদবকে (৩০) হত্যা করে নিজেই আত্মহত্যা করেন। সন্ধ্যায় তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।
সিধি: এমন অনেক ঘটনাই সামনে আসে, যেখানে মৃত্যুশোককে মেনে নিতে পারেন না অনেকে৷ আর তারপরেই চরম সিদ্ধান্ত নেন৷ এমনই একটি ঘটনা এবার প্রকাশ্যে এসেছে৷
মধ্যপ্রদেশের সিধি জেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। নাতির শেষকৃত্যের চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ, যিনি তার নাতির মৃত্যুতে শোকাহত ছিলেন বলে জানা গেছে। তবে তার নাতি চরম সিদ্ধান্ত নেওয়ার আগে যা করেছেন, তা শুনলে চমকে উঠবে যে কেউ৷
advertisement
advertisement
ঘটনাটি বাহরি থানার অন্তর্গত সিহোলিয়া গ্রামে ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) গায়ত্রী তিওয়ারি জানান, “অভয়রাজ যাদব (৩৪) তার স্ত্রী সাবিতা যাদব (৩০)-কে হত্যা করার পর নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সন্ধ্যায় তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।”
advertisement
নাতির আকস্মিক মৃত্যুতে তার দাদা রামঅবতার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিওয়ারি বলেছেন, “শনিবার সকালে খবর আসে যে বৃদ্ধ রামঅবতারও নাতির জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।”
পুলিশ জানিয়েছে, চিতার ওপর থেকে তার পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে। তবে সাবিতা যাদবকে হত্যার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। ঘটনাটির তদন্ত চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2025 11:43 PM IST