Covid Restrictions Relaxed In Delhi: স্বাভাবিক ছন্দে ফিরছে দিল্লি, উঠে যাচ্ছে সপ্তাহান্তের কার্ফু, শিথিল কোভিড বিধি-নিষেধ

Last Updated:

সপ্তাহান্তের কার্ফু তুলে নেওয়া হলেও, আপাতত রাজধানীতে লাগু থাকবে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাতের কার্ফু

#দিল্লি: কোভিড পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসে দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (DDMA)। সেই বৈঠকেই একগুচ্ছ নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নয়া করোনা বিধি সংক্রান্ত নিয়ম জারি হয়েছে রাজধানীতে (Covid Restrictions Relaxed In Delhi)
দিল্লির ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি-র বৈঠকে আলোচনার পর স্থির হয়েছে, রাজধানীতে এবার সপ্তাহান্তের কার্ফু তুলে নেওয়া হবে (Covid Restrictions Relaxed In Delhi)। কয়েক সপ্তাহ আগে দিল্লিতে কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল। মারণ ভাইরাস মোকাবিলায় জারি হয়েছিল সপ্তাহান্তের কার্ফু। এবার তা তুলে নেওয়া হল।
advertisement
advertisement
তবে, সপ্তাহান্তের কার্ফু তুলে নেওয়া হলেও, আপাতত রাজধানীতে লাগু থাকবে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাতের কার্ফু। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, দিল্লির বাজারে দোকান খোলার জোর-বেজোর নিয়ম প্রত্যাহার করা হবে (Covid Restrictions Relaxed In Delhi)। ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলবে সিনেমা হল। দিল্লির সরকারি অফিস ৫০ শতাংশ কর্মী নিয়ে খুলবে। বিয়ে বাড়ির মতো জমায়েতের জায়গা বা কোনও উৎসবে জমায়েতের সংখ্য়া সর্বোচ্চ ২০০ জন হতে পারবে। রেস্তোরাঁ ও পানশালাগুলি ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে কার্যকর হতে পারবে। তবে, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকছে।
advertisement
দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফ্টন্যান্ট গভর্নর অনিল বাইজাল। জানা গিয়েছে, এই নিয়ম বদলের ঘোষণার নির্দেশ চলে আসলেই, নয়া নিয়ম লাগু হয়ে যাবে।
মঙ্গলবারই কেজরিওয়াল (Arvind Kejriwal) জানিয়েছিলেন, রাজধানীতে( Capital Of India) কোভিডবিধি শীঘ্রই তুলে নেওয়া হবে৷ আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে দিল্লি (Delhi)৷ বারবারই দিল্লি এবং সেখানকার জনগণের কথা শুনে এসেছেন কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ সম্প্রতি ব্যবসায়ীরা তাঁর সঙ্গে দেখা করেন এবং সপ্তাহান্তে কারফিউ  তুলে নেওয়ার অনুরোধ জানান ৷ যদি জোড়-বিজোড় পদ্ধতিতে দোকান খোলা যায় সেদিকটিও  দেখতে বলেছিলেন তাঁরা ৷ দিল্লিবাসীর কথা রাখা হল!
advertisement
একটি সাংবাদিক সম্মেলনে  কেজরিওয়াল জানান যে, দিল্লিতে এই মুহূর্তে সংক্রমণের হার ১০ শতাংশ৷  ১৫ জানুয়ারিতে যা ছিল ৩০ শতাংশ। তিনি এও বলেন, আক্রান্ত বেড়ে গেলে সরকার বিধিনিষেধ আরোপ করতে বাধ্য থাকে৷  দিল্লিতে আক্রান্ত ও মৃত্যু কমেছে৷ বেড়েছে  সুস্থতার হার৷ আশার আলো সবক্ষেত্রেই৷ সক্রিয় আক্রান্ত এবং পজিটিভিটি রেটের (Positivity rate) ক্ষেত্রেও দিল্লির রিপোর্ট ইতিবাচক৷ আগামী কয়েকদিন পর্যবেক্ষণ করে বিধিনিষেধ শিথিল করার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেজরিওয়াল সরকার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid Restrictions Relaxed In Delhi: স্বাভাবিক ছন্দে ফিরছে দিল্লি, উঠে যাচ্ছে সপ্তাহান্তের কার্ফু, শিথিল কোভিড বিধি-নিষেধ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement