তুমুল সংক্রামক কোভিডের এই সাবভ্যারিয়ান্ট রুখতে বিমানবন্দরে শুরু কড়াকড়ি, জানুন

Last Updated:

নসুখ মাণ্ডব্য বলেন, ‘করোনা এখনও শেষ হয়নি। তাই সবাইকে সতর্ক থাকতে এবং নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছি। আমরা যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।’

#নয়াদিল্লি: চিনে ফের ডালপালা মেলছে করোনা। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। হদিশও মিলেছে ওমিক্রনের নয়া উপ-প্রজাতির। এরপরই সতর্ক ভারত। প্রতিবেশী দেশে লাগামছাড়া সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে গত ২১ ডিসেম্বর বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। জনবহুল স্থানে মাস্ক পরা, এবং কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।
বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেন, ‘করোনা এখনও শেষ হয়নি। তাই সবাইকে সতর্ক থাকতে এবং নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছি। আমরা যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।’
চিন এবং অন্য দেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরেই করোনা পরীক্ষা:
বিশ্বের বেশ কিছু দেশে নতুন করে করোনা ছড়াতেই চিন-সহ বিদেশ থেকে আসা সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের বিমানবন্দরেই করোনা পরীক্ষা শুরু হয়েছে। বৈঠকই এই নিয়ে সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিন-সহ বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক বিমানযাত্রীদের র‍্যান্ডম নমুনা পরীক্ষা করা হবে।’
advertisement
advertisement
ভারতে খোঁজ মিলল ওমিক্রনের নয়া সাব ভ্যারিয়েন্ট বিএফ৭-এর:
চিনে আতঙ্ক ছড়িয়েছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ৭। এবার তার খোঁজ মিলল ভারতেও। দেশে বিএফ৭ ভ্যারিয়েন্টে আক্রান্ত ৩ জনের হদিশ মিলেছে। প্রসঙ্গত, বিএফ৭ ওমিক্রন ভ্যারিয়েন্ট বিএ৫-এর সাব ভ্যারিয়েন্ট। অত্যন্ত সংক্রামক। অল্প দিনের ‘ইনকিউবেশন পিরিয়ড’। ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার পরেও এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
advertisement
ভারতে অক্টোবর মাসে বিএফ৭-এর প্রথম কেস শনাক্ত করে গুজরাত বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার। এখনও পর্যন্ত গুজরাত থেকে ২টি এবং ওড়িশা থেকে ১টি সংক্রমণের ঘটনা নথিবদ্ধ হয়েছে। নয়া দিল্লির সরকারি সূত্রে খবর, চিনের বেশিরভাগ শহরই সংক্রমণে ধুঁকছে। অধিকাংশই বিএফ৭-এ আক্রান্ত। চিনে ফের সংক্রমণ ছড়িয়ে পড়ার পিছনে এই ভ্যারিয়েন্টেরই হাত রয়েছে। শুধু চিন নয়, আমেরিকা এবং ব্রিটেন-সহ আরও কয়েকটি দেশেও বিএফ৭ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় দেশ যেমন বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি এবং ডেনমার্কেও এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে।
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিশেষজ্ঞ এবং ঊর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাঁরা বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি, করোনা মোকাবিলায় ভারতের প্রস্তুতি এবং অভ্যন্তরীন অবস্থা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন। নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) চিকিৎসক ভি কে পল বৈঠকের পর বলেন, ‘সাধারণ মানুষের ভ্যাকসিন নেওয়া উচিত। জনবহুল এলাকায় মাস্ক পরে থাকতে হবে।’
advertisement
তবে এই নিয়ে উদ্বেগের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন পল। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বিমানে ভ্রমণের নির্দেশিকায় এখনও পর্যন্ত কোনও পরিবর্তন হয়নি। সঙ্গে তাঁর পরামর্শ, ‘জনবহুল জায়গায় মাস্ক পরতে হবে, বিশেষ করে যাঁদের কোমর্বিডিটি রয়েছে এবং বয়স্ক মানুষদের এটা মেনে চলতে হবে।’ পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার আগামী সপ্তাহে ফের বৈঠকে বসবে।
বাংলা খবর/ খবর/দেশ/
তুমুল সংক্রামক কোভিডের এই সাবভ্যারিয়ান্ট রুখতে বিমানবন্দরে শুরু কড়াকড়ি, জানুন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement