চিনের ওমিক্রন বিএফ.৭-এর হদিশ এবার ভারতেও! আক্রান্ত ৩, চরম সতর্কতা কেন্দ্রের
- Published by:Sanchari Kar
Last Updated:
চিনে ইতিমধ্যেই এই ভ্যারিয়ান্ট মাথাচাড়া দিয়ে উঠেছে। এ বার ভারতেও ওমিক্রন বিএফ.৭-এর হানা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই সতর্কতা অবলম্বন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।
#নয়াদিল্লি: ফের এক বার করোনার চোখ রাঙানি। সম্প্রতি চিনে করোনাভাইরাসে যে ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়েছে, তার খোঁজ মিলেছে ভারতেও। ভাইরাসটির নাম ওমিক্রন বিএফ.৭।
রিপোর্ট অনুযায়ী, ভারতে তিন ব্যক্তির দেহে ওমিক্রন বিএফ.৭-এর খোঁজ পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্যে দু'জন গুজরাত এবং একজন ওড়িশার বাসিন্দা।
চিনে ইতিমধ্যেই এই ভ্যারিয়ান্ট মাথাচাড়া দিয়ে উঠেছে। এ বার ভারতেও ওমিক্রন বিএফ.৭-এর হানা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই সতর্কতা অবলম্বন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। এ বিষয়ে একটি বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। সেখানে তিনি জানান, বর্তমানে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এই ভাইরাসের নতুন ভ্যারিয়ান্টের দিকে নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: করোনা বিধি না মানলে বন্ধ ভারত জোড়ো যাত্রা! রাহুল গান্ধিকে চিঠি স্বাস্থ্য় মন্ত্রী মাণ্ডব্য়র
চিনে যে বিপুল পরিমাণ সংক্রমণ দেখা দিয়েছে, তাতে বলা চলে, এটির সবচেয়ে বেশি সংক্রমণ ক্ষমতা রয়েছে৷ খুব দ্রুত সাধারণ মানুষকে এটি সংক্রমিত করে দিতে পারে৷ টিকা নির্বিশেষে এটি সাধারণ মানুষকে আক্রমণ করছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 6:38 PM IST