দিল্লিতে গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করলেন শুভেন্দু-সুকান্ত, আবাস যোজনার ১৭ দফা গাইডলাইন আজ প্রকাশ্যে আনবেন শুভেন্দু

Last Updated:

'তৃণমূল ঘনিষ্ঠরা বেআইনিভাবে বাড়ি পেলে শেষ দেখে ছাড়ব'। হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 

দিল্লিতে গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করলেন শুভেন্দু-সুকান্ত
দিল্লিতে গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করলেন শুভেন্দু-সুকান্ত
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘কেন্দ্রের তরফে রাজ্যকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে, তাতে ১৭ দফা গাইডলাইন রয়েছে। তৃণমূল নেতাদের অঙ্গুলিহেলনে বিভিন্ন জেলার জেলাশাসকরা বেআইনিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার  বাড়ি দিয়ে দিচ্ছে।’’  বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাড়ি পাওয়ার ক্ষেত্রে গরীব মানুষদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ১৭ দফা গাইডলাইনে কী কী আছে? আজ, বুধবার সামাজিক মাধ্যমে তা প্রকাশ্যে আনতে চলেছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নিজেই একথা  জানালেন শুভেন্দু। সমস্ত গাইডলাইন না মেনে যদি দেখা যায় কেউ তথ্য গোপন করে কিংবা প্রশাসনকে চাপ দিয়ে তৃণমূলের নেতারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বেআইনিভাবে পাইয়ে দিয়েছে তাহলে সেই উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী জানিয়ে দিয়েছেন, অন্যায় ভাবে বাড়ি পাওয়া বাতিল হওয়া উপভোক্তাদের টাকা ফেরত দিতে হবে।
advertisement
advertisement
প্রয়োজনে সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক কর্তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।  মঙ্গলবার কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দিল্লিতে দেখা করে কলকাতায় ফিরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনটাই দাবি করলেন। শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘আমরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি। ৩১ ডিসেম্বরের  তালিকা যাচাই করে দেখব। যদি দেখা যায় ১৭টি গাইডলাইনের  সামান্য হেরফের করা হয়েছে তাহলে শেষ দেখে ছাড়ব।’’
advertisement
প্রসঙ্গত, মঙ্গলবার সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দিল্লিতে গিয়ে বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মন্ত্রীর কাছে আবাস যোজনা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে শাসকদলের বিরুদ্ধে লাগামছাড়া  দুর্নীতির নালিশ করেন শুভেন্দু-সুকান্তরা।
advertisement
বলা বাহুল্য, যোজনার বরাদ্দ এসে পৌঁছনোর পর থেকেই রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহপ্রাপকদের তালিকা যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছে রাজ্য। আর সেই কাজ শুরু হতেই সামনে আসছে ভুরি ভুরি অভিযোগ। কোথাও চার তলা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম থাকছে তৃণমূল উপপ্রধানের স্ত্রীয়ের, কোথাও আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের কপালে জুটছে হুমকি। অভিযোগ, মাটির বাড়িতে বসবাস করলেও আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। আর যাঁদের বাড়িঘর, সম্পত্তির কোনও অভাব নেই, প্রভাব খাটিয়ে তাঁরাই সব নিজেদের এবং নিজের আত্মীয় পরিজনদের নাম তুলে দিচ্ছে তালিকায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করলেন শুভেন্দু-সুকান্ত, আবাস যোজনার ১৭ দফা গাইডলাইন আজ প্রকাশ্যে আনবেন শুভেন্দু
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement