শুভেন্দুর ঘোষণা মত তিনটি তারিখের বুধবার তৃতীয় দিন, ২১ ডিসেম্বর নিয়ে কী বললেন বিরোধী দলনেতা?
- Published by:Siddhartha Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
‘‘অপেক্ষা করুন। সব হবে। প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।’’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘ওদের কথার কোনও গুরুত্ব নেই আমার কাছে। আমার কাছে ওসব কোনও চিন্তার কারণও নয়। ২১ ডিসেম্বর বড় কিছু হওয়ার বিষয় নয়। আগে কিছু গুরুত্বপূর্ণ দিন বলেছি। বলিনি সরকার পড়ে যাবে। বলেছি বড় ডাকাত ধরা পড়বে, কর্মীরা DA পাবেন, ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল হবে। সব প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সব হবে।’’ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।
১২ ডিসেম্বর, ১৪ ডিসেম্বরের পর এবার এবার ২১ ডিসেম্বর। শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসে যে তিনটি তারিখের উল্লেখ করেছিলেন, তার শেষ এবং তৃতীয় দিন বুধবার। যদিও আগের দু'টি তারিখে রাজনৈতিক ভাবে উল্লেখযোগ্য কিছু না ঘটলেও ১২ এবং ১৪ তারিখে যথাক্রমে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু এবং আসানসোলে বিজেপি-র কম্বল বিতরণ অনুষ্ঠানে কম্বল বিতরণ করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। এই দুই ঘটনার কথা উল্লেখ করেই এবার ২১ ডিসেম্বরের জন্য সতর্কবার্তা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
advertisement
advertisement
বুধবার বিজেপি নেতাদের থেকে দূরে থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করলেন তিনি। যদিও তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী সাফ জানালেন, ‘‘আমি যে তিনটি দিনের কথা উল্লেখ করেছিলাম তাতে আমি একবারও বলিনি যে সরকার পড়ে যাবে। তবে অপেক্ষা করুন সব হবে। প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দুর্নীতির সঙ্গে যুক্তরাও কেউই ছাড় পাবে না।’’
advertisement
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই ডিসেম্বর মাসে রাজ্যে বড় কিছু ঘটার দাবি করে আসছিল পদ্ম শিবির। ডিসেম্বর মাস যত এগিয়ে আসে, তত বিরোধী দলনেতার হুঁশিয়ারি নিয়ে জল্পনা বাড়ে রাজ্য রাজনীতিতে। ডিসেম্বর মাসের শুরুতে শুভেন্দু অধিকারীর তরফে একেবারে তিনটি তারিখ ঘোষণায় শোরগোল পড়ে যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 6:59 AM IST