‘একজন ডাকাতকে বাঁচাতে সরকার পুলিশকে দিয়ে যা করল তার পরিণতি ভয়ঙ্কর হবে’: শুভেন্দু অধিকারী
- Written by:VENKATESHWAR LAHIRI
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
'শাসক দলের নেতারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা কেউ পার পাবে না। তিহার জেল যাত্রা শুরু হয়ে গেছে। অপেক্ষা করুন'। দাবি শুভেন্দুর।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ‘‘সব আমার জানা আছে। চোরেদের সরকার যা করছে ডাকাত বাঁচাতে, পুলিশ যা করছে নথিতে করছে। বিপদ বাড়াচ্ছে। সব সামনে আসতে চলেছে। একজন ডাকাতকে বাঁচাতে এই সরকার কতদূর যেতে পারে তা ভালমতোই দেখালো। এই কয়লা চোর, বালি চোরদের বাঁচাতে সরকার যা করতে পারে সেটা করল। এর পরিণতি ভয়ঙ্কর হবে।’’ অনুব্রত মণ্ডল প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বললেন, ‘‘ শাসক দলের নেতারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা কেউ পার পাবে না। তিহার জেল যাত্রা শুরু হয়ে গেছে। অপেক্ষা করুন।’’ প্রসঙ্গত, বিরোধীদের অভিযোগ, অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকাতেই পুরনো ঘটনায় এফআইআর দায়ের করে অনুব্রতকে হেফাজতে নিয়েছে পুলিশ। অনুব্রতর বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছিলেন দুর্গাপুরের মেজে গ্রামের বাসিন্দা শিব ঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল কর্মী।
advertisement
advertisement
দলের জেলা সভাপতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার জন্য এবার অভিযোগকারী সেই তৃণমূল কর্মীকেই দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিল শাসক দল। তৃণমূলের বীরভূমের জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় এ কথা জানিয়েছেন। যদিও তৃণমূলের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। তাঁদের অভিযোগ, গোটা বিষয়টিই আসলে পূর্ব পরিকল্পিত। শিব ঠাকুর মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীর অভিযোগের ভিত্তিতেই আজ তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ। আপাতত সাত দিন পুলিশ হেফাজতে দুবরাজপুর থানায় থাকবেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি।
advertisement
পুলিশ তাঁকে হেফাজতে নেওয়ার কারণে আপাতত আর অনুব্রতকে জেরা করার জন্য দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। বীরভূমের তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘যে কর্মী জেলা সভাপতির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করতে পারে, আমি মনে করি না সে আমাদের দলের কেউ। এটা বিজেপি-র চক্রান্ত হতে পারে। বিজেপি অনেক দিন ধরেই এই চেষ্টা করছে।’’ যদিও এই দাবি মানতে চাননি শুভেন্দু অধিকারী। বললেন, ‘‘সব সাজানো ঘটনা। ধীরে ধীরে সব প্রকাশ্যে আসবে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 21, 2022 7:35 AM IST









