Covid 19 PPE Waste | CSIR NCL and RIL: করোনাকালে PPE বর্জ্য থেকে কাজের জিনিস তৈরি করে নজির RIL ও CSIR NCL-এর!

Last Updated:

সেই ফেলে দেওয়া পিপিই দিয়েই এবার কাজের ও ব্যবহারযোগ্য জিনিস তৈরি করে নজির (Covid 19 PPE Waste | CSIR NCL and RIL) তৈরি করল CSIR- ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি (CSIR NCL) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)।

করোনাকালে PPE বর্জ্য থেকে কাজের জিনিস তৈরি করে নজির RIL ও  CSIR NCL-এর!
করোনাকালে PPE বর্জ্য থেকে কাজের জিনিস তৈরি করে নজির RIL ও CSIR NCL-এর!
#নয়াদিল্লি: করোনাভাইরাসের কালবেলায় চিকিৎসাক্ষেত্রের সঙ্গে জড়িত বেশিরভাগই PPE কিট পরে কাজ করছেন। সেই হিসেবে প্রতিদিনই হাজার হাজার পিপিই ব্যবহার করে ফেলে দেওয়া হচ্ছে। সেই ফেলে দেওয়া পিপিই দিয়েই এবার কাজের ও ব্যবহারযোগ্য জিনিস তৈরি করে নজির (Covid 19 PPE Waste | CSIR NCL and RIL) তৈরি করল CSIR- ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি (CSIR NCL) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে পুনের আরও বেশ কয়েকটি কোম্পানি এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে। তারা একসঙ্গে ব্যবহারযোগ্য মোল্ডেড প্লাস্টিক পদার্থ তৈরি করেছে ফেলে দেওয়া কোভিড ১৯ পিপিই দিয়ে (Covid 19 PPE Waste | CSIR NCL and RIL)। এই পাইলট প্রজেক্টটি গোটা দেশে এই ধরনের জিনিস তৈরি ও সরবরাহর মাধ্যমে সাহায্যের কাজ শুরু করেছে।
পিপিই, মাস্ক, গ্লাভসের মতো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পদার্থের চাহিদা বেড়েছে। কোভিড ১৯ অতিমারি শুরু হওয়ার পর থেকেই এই জিনিসগুলির চাহিদা খুবই বেড়ে গিয়েছে। ২০২১-এর মে মাসে গোটা দেশে প্রায় ২০০ টন কোভিড ১৯ সংক্রান্ত বর্জ্য তৈরি হয়েছে। এর ফলে বিষাক্ত গ্রিনহাউড গ্যাসের উৎপাদন বাড়তে শুরু করেছে। CSIR- ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি (CSIR NCL) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) এই বর্জ্যকেই পুনর্ব্যবহার করে এর সঙ্গে আরও প্রয়োজনীয় পদার্থের মিশ্রণে একে ব্যবহারযোগ্য করে তোলার কাজ শুরু করেছে।
advertisement
. .
advertisement
CSIR- ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি (CSIR NCL) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) এই কাজের মৌ চুক্তি করে ফেলেছে। পুনের কোম্পানিগুলির সাহায্যে ইতিমধ্যেই ১০০ কেজি বর্জ্যের রিসাইকেলের কাজ শুরু হয়েছে। এই কাজে CSIR- ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি (CSIR NCL) ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-কে সাহায্য করছে APPL ইন্ডাস্ট্রিজ লিমিটেড, SKYi কম্পোজিটস, হর্ষ দীপ অ্যাগরো প্রোডাক্টস, উর্মিলা পলিমার্স, জয় হিন্দ অটোটেক প্রাইভেট লিমিটেড। পিপিই সংগ্রহ ও সেগুলিকে পুনর্ব্যবহারযোগ্য করার জন্য পুনের ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি পাসকো এনভায়রনমেন্টাল সলিউশন কাজ শুরু করেছে।
advertisement
আরও পড়ুন: সামনে এল চাঞ্চল্যকর সত্যি, ইচ্ছে করেই ঝাড়খণ্ডের বিচারককে অটো চাপা দেওয়া হয়েছিল!
CSIR- ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি (CSIR NCL) মহারাষ্ট্র পলিউশন কন্ট্রোল বোর্ড (MPCB) থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছে এই কাজের প্রাথমিক পর্যায় শুরু করার জন্য। এই প্রজেক্টের মাধ্যমে দেশজুড়ে প্রাকৃতিক ও সামাজিক উপাদানকে রক্ষা করার কাজ করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19 PPE Waste | CSIR NCL and RIL: করোনাকালে PPE বর্জ্য থেকে কাজের জিনিস তৈরি করে নজির RIL ও CSIR NCL-এর!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement