#নয়াদিল্লি: ব্যাঙ্ক গ্রাহকদের (Bank customers) জন্য জরুরি ঘোষণা ৷ আগামী মাস অর্থাৎ ১ অক্টোবর থেকে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স (OBC) এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) পুরনো চেক বুক (cheque books) বাতিল হয়ে যেতে চলেছে ৷ আগামী মাস থেকে এই পুরনো চেকের মাধ্যমে আর কোনও পেমেন্ট করা যাবে না ৷ ১ অক্টোবর ২০২১ থেকে ওরিয়েন্টাল ব্যাঙ্ক (Oriental bank), এলাহাবাদ ব্যাঙ্ক (Allahabad Bank) ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (United Bank of India) পুরনো চেকবুক বাতিল হয়ে যেতে চলেছে ৷ ওরিয়েন্টাল ব্যাঙ্ক (Oriental bank) ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (United Bank of India) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে সংযুক্তিকরন ১ এপ্রিল ২০২০ থেকে হয়ে গিয়েছে ৷ এর জেরে এবার থেকে আর পুরনো চেকবুক চলবে না ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷
১ অক্টোবর থেকে বাতিল হতে চলেছে পুরনো চেকবুক
পিএনবি-র তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে ই-ওবিসি ও ই-ইউএনআই-এর পুরনো চেক বুক (cheque books) কাজ করবে না ৷ যে গ্রাহকদের কাছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুরনো চেকবুক রয়েছে শীঘ্রই যেন নতুন চেকবুকের সঙ্গে রিপ্লেস করে নেয় ৷ না হলে পুরনো চেকবুকের মাধ্যমে ১ অক্টোবর থেকে কোনও পেমেন্ট করতে পারবে না ৷ নতুন চেকবুক পিএনবি-র আপডেটেড আইএফএসসি কোড ও এনআইসিআর-এর সঙ্গে আসবে ৷
নতুন চেক বুকের জন্য কীভাবে করবেন আবেদন?
নতুন চেকবুকের জন্য গ্রাহকদের ব্যাঙ্কের ব্রাঞ্চে যেতে হবে ৷ এছাড়া ব্যাঙ্কের গ্রাহকরা অনলাইনেও আবেদন করতে পারবেন চেকের জন্য ৷ ইন্টারনেট বা অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও চেকবুকের (cheque books) জন্য আবেদন করা যেতে পারে ৷
এই নম্বরেও কল করে চেকবুকের জন্য আবেদন করতে পারবেন
চেকের (cheque books) মাধ্যমে ট্রানজাকশন যাতে আটকে না যায় তার জন্য নতুন চেকবুক নিতে হবে গ্রাহকদের ৷ এই সংক্রান্ত আরও বিস্তারিত জানতে 18001802222 টোলফ্রি নম্বরে কল করতে পারবেন গ্রাহকরা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।