Covid-19: ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যকে RT-PCR test করার নির্দেশ

Last Updated:

Covid-19: দেশব্যাপী কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮০০ পেরিয়ে গিয়েছে। ২০২০, ২০২১-এর করোনা সংক্রমনের সময়ও কেন্দ্রীয় মন্ত্রীদের একই নির্দেশ দেওয়া হয়েছিল।

News18
News18
নয়াদিল্লিঃ ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যকে RT-PCR test করার নির্দেশ। দেশব্যাপী কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণেই এই সতর্কতামূলক সিদ্ধান্ত। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৬৮০০ পেরিয়ে গিয়েছে। ২০২০, ২০২১-এর করোনা সংক্রমনের সময়ও কেন্দ্রীয় মন্ত্রীদের একই নির্দেশ দেওয়া হয়েছিল। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট বৈঠক হওয়ার কথা।
advertisement
প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত ৫ হাজার ৪৮৪ জন রোগী করোনা থেকে সেরে উঠেছেন। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের চার কেন্দ্র শাসিত অঞ্চল ও রাজ্য- অরুণাচল পর্দেশ, চণ্ডীগড়, মিজোরাম এবং ত্রিপুরা থেকে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি।
advertisement
সরকারি সূত্রের খবর, আক্রান্তরা মূলত ইনফ্লুয়েঞ্জার মতন উপসর্গ এবং প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা (সারি)-সহ সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন। এই প্রসঙ্গে সরকারি এক আধিকারিক জানান, “শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হওয়া প্রতি রোগীকেই পরীক্ষা করে দেখা হচ্ছে। একই সঙ্গে জিনোম সিকোয়েন্সিং-সহ একাধিক বিষয় পরীক্ষা করে দেখা হচ্ছে।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid-19: ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যকে RT-PCR test করার নির্দেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement