আপনি কী জানেন ৫০০ টাকার একটি নোট ছাপানোর খরচ কত ?
Last Updated:
নোট বাতিলের পর থেকেই বাজারে এসেছে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ৷ কিন্তু আপনি কী জানেন আপনার মানিব্যাগে জায়গা করে নেওয়া এই নতুন নোটগুলি ছাপতে কত টাকা খরচা হয় ?
#নয়াদিল্লি: নোট বাতিলের পর থেকেই বাজারে এসেছে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট ৷ কিন্তু আপনি কী জানেন আপনার মানিব্যাগে জায়গা করে নেওয়া এই নতুন নোটগুলি ছাপতে কত টাকা খরচা হয় ? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রত্যেক ৫০০ টাকার নোট ছাপার জন্য খরচা করে থাকে ৩.০৯ টাকা ৷ এর মধ্যে কাগজ, প্রিন্টিং ও অন্যান্য সমস্ত খরচা নিয়ে এই টাকা লাগে ৷ RTI-তে করা একটি প্রশ্নের উত্তরে এই জবাব পাওয়া গিয়েছে ৷
RTI-তে করা একটি প্রশ্নের উত্তরে জানানো হয়েছে যে ১০০০টি ৫০০ টাকার নোট ছাপানোর জন্য খরচা হয়ে থাকে ৩০৯০ টাকা ৷ অথার্ৎ একটি নোট ছাপতে খরচা হয়ে থাকে ৩.০৯ টাকা ৷
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড ( BRBNMPL ) থেকে নোট কেনে আরবিআই ৷ তাদের তরফ থেকেই নোট ছাপানোর খরচার কথা জানানো হয়েছে ৷ দেশবাসী যখন নগদের সন্ধানে ব্যাঙ্ক ও এটিএম-এ লাইন দিতে ব্যস্ত, তখন চন্দ্রশেখর গৌড় নামে এক ব্যক্তি তথ্যের অধিকার আইনে রিজার্ভ ব্যাঙ্কের থেকে জানতে চায় নতুন নোট ছাপাতে কত টাকা খরচ হল ৷ সেই পরিপ্রেক্ষিতে এই তথ্য জানানো হয়েছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2017 11:25 AM IST