Coronavirus Airborne: হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে সাবধান! বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে করোনাভাইরাস, জানাল গবেষণা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Covid-19 Positivity Rate: “গবেষণার ফলাফলে দেখা গিয়েছে যে করোনাভাইরাস বন্ধ জায়গায় বায়ুচলাচলের অভাবে কিছু সময়ের জন্য বাতাসে থাকতে পারে"
Covid-19 in India: কোভিড-১৯ সৃষ্টিকারী ভাইরাস SARS-CoV-2 আসলে বায়ুবাহিত এবং যদি দুই বা তার বেশি কোভিড-১৯ সংক্রামিত ব্যক্তি একটি ঘরে থাকেন তবে বাতাসে ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির হার হবে ৭৫ শতাংশ। এমনটাই জানিয়েছে, সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি, হায়দরাবাদ এবং সিএসআইআর-আইএমটেক, চণ্ডীগড়ের যৌথ গবেষণা। যা প্রকাশিত হয়েছে অ্যারোসল সায়েন্স জার্নালে। গবেষণাটি আইসিইউ এবং নন-আইসিইউ দুই ধরনের রোগীর ক্ষেত্রেই SARS-CoV-2 এর বায়ুবাহিত সংক্রমণ নিশ্চিত করেছে। রোগীরা সংক্রমণের তীব্রতা নির্বিশেষে বাতাসে ভাইরাসটি ছড়িয়ে দিতে পারেন। গবেষণায় বাতাসে কার্যকর করোনাভাইরাস পাওয়া গিয়েছে যা জীবন্ত কোষকে সংক্রামিত করতে পারে এবং এই ভাইরাসগুলি দীর্ঘ পরিসরে ছড়িয়ে পড়তে পারে।
“গবেষণার ফলাফলে দেখা গিয়েছে যে করোনাভাইরাস বন্ধ জায়গায় বায়ুচলাচলের অভাবে কিছু সময়ের জন্য বাতাসে থাকতে পারে। আমরা দেখতে পেয়েছি, একটি ঘরে দুই বা তার বেশি কোভিড-১৯ রোগী উপস্থিত থাকলে বাতাসে ভাইরাস খুঁজে পাওয়ার হার ৭৫ শতাংশ ছিল। যখন এক জন রোগী রয়েছে বা কোনও কোভিড রোগীই রুমে নেই তখন এই হার ১৫.৮ শতাংশ,” বলেন গবেষণার সঙ্গে জড়িত বিজ্ঞানী ডঃ শিবরঞ্জনী মোহারির।
advertisement
advertisement
গবেষণার জন্য বিজ্ঞানীরা কোভিড-১৯ আক্রান্ত রোগীরা থেকেছেন এমন বিভিন্ন স্থান থেকে সংগৃহীত বাতাসের নমুনা থেকে করোনাভাইরাসের জিনোম বিশ্লেষণ করেছেন। এর মধ্যে রয়েছে হাসপাতাল থেকে পাওয়া নমুনা, বদ্ধ কক্ষ যেখানে শুধুমাত্র কোভিড-১৯ রোগীরা অল্প সময় কাটিয়েছেন এবং হোম কোয়ারেন্টাইনে থাকা রোগীদের ঘর।
advertisement
গবেষণায় দেখা গিয়েছে, কোভিড রোগীদের আশেপাশে বাতাসে ভাইরাসটি ঘন ঘন শনাক্ত করা গিয়েছে এবং উপস্থিত রোগীর সংখ্যার সঙ্গে এই ভাইরাস পাওয়ার হারও বৃদ্ধি পায়।
“আমাদের পর্যবেক্ষণ বলছে যে SARS-CoV-2 RNA এর ঘনত্ব বাইরের বাতাসের তুলনায় অন্দরের বাতাসে বেশি; এবং বাড়ির অভ্যন্তরে, কমিউনিটি ইনডোরের তুলনায় হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে বেশি যেখানে কোভিড-১৯ রোগীদের সংখ্যা বেশি,” বলেন ডাঃ শিবরঞ্জনী মোহারির।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2022 4:06 PM IST