First Omicron XE Case in India: ভারতে প্রথম মিলল কোভিডের নয়া XE ভ্যারিয়েন্ট! একদিনে কোভিড আক্রান্ত ৩,১৫৭ জন

Last Updated:

Covid-19 Cases in India: Omicron সাব ভ্যারিয়েন্ট এবং রিকম্বিন্যান্ট XE ভ্যারিয়েন্টের উপস্থিতি সত্ত্বেও, ভারতে নতুন কোভিড সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কম।

২০২১ সালে নভেম্বর মাসে প্রথমে দক্ষিণ আফ্রিকা ও পরে হংকং হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। সেই ঢেউয়ের তীব্রতা হয়ত নেই, কিন্তু দুটি টিকা নেওয়ার পরেও অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন।
২০২১ সালে নভেম্বর মাসে প্রথমে দক্ষিণ আফ্রিকা ও পরে হংকং হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। সেই ঢেউয়ের তীব্রতা হয়ত নেই, কিন্তু দুটি টিকা নেওয়ার পরেও অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন।
#নয়াদিল্লি: ভারতে প্রথম মিলল ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট XE! ভারতীয় SARS-CoV2 জিনোমিক্স সিকোয়েন্সিং কনসোর্টিয়াম দেশের প্রথম XE ভ্যারিয়েন্ট সংক্রমণের কথা নিশ্চিত করেছে, যদিও, কোথায় সংক্রমণ ঘটেছে তা এখনও প্রকাশ করা হয়নি। মহারাষ্ট্র এবং গুজরাট থেকে দু’টি XE ভ্যারিয়েন্ট মেলার খবর আগে পাওয়া গেলেও তা নিশ্চিত করা যায়নি। তার কয়েক সপ্তাহ পরেই মিল XE ভ্যারিয়েন্ট। “আগের সপ্তাহের তুলনায় ১২ টি রাজ্যে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উনিশটি রাজ্যে হ্রাস পেয়েছে,” জানিয়েছে INSACOG। সন্দেহভাজন রিকম্বিন্যান্ট সিকোয়েন্সগুলি আরও বিশ্লেষণ চলছে বলেও জানা গিয়েছে।
“BA.2.10 এবং BA.2.12 হল BA.2 শনাক্ত হওয়া সাব ভ্যারিয়েন্ট এবং অনেক পুরনো BA.2 সিক্যুয়েন্সগুলিকে এই নতুন সাব ভ্যারিয়েন্টের অধীনে আবার শ্রেণিবদ্ধ করা হয়েছে৷ এখনও পর্যন্ত এই সাব ভ্যারিয়েন্টগুলি রোগের বর্ধিত তীব্রতার সঙ্গে সম্পর্কিত কী না তা জানা যায়নি,” বলা হয়েছে বুলেটিনে।
advertisement
advertisement
INSACOG বুলেটিন জানিয়েছে, ৪২৬৬ টি আলফা ভ্যারিয়েন্ট, ২২০ বিটা, ৩ টে গামা, ৪৩৯২৮ ডেল্টা, B.1.617 এবং B.1.6217.3503. AY সিরিজের ৫৬০৭ টি, ৪৫৩৫৯ টি Omicron, এবং 1 টি XE ভ্যারিয়েন্টের মোট ১১৯,৮৩৪ টি নমুনার সিকোয়েন্স করা হয়েছে। তবে, স্বস্তিতে বিষয় হল এখনও পর্যন্ত ভারত জুড়ে XE ক্লাস্টারের কোনও রিপোর্ট নেই।
বেশ কয়েকটি Omicron সাব ভ্যারিয়েন্ট এবং রিকম্বিন্যান্ট XE ভ্যারিয়েন্টের উপস্থিতি সত্ত্বেও, ভারতে নতুন কোভিড সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কম। বেশিরভাগ রাজ্যেই প্রতি সপ্তাহে ১,০০০ এরও কম নতুন সংক্রমণের খবর মিলছে। টিকা এবং পূর্ববর্তী সংক্রমণের ফলে তৈরি হওয়া অনাক্রম্যতা এক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হিসাবে কাজ করছে, জানান বিশেষজ্ঞরা।
advertisement
সোমবার ভারতে ৩,১৫৭ টি নতুন কোভিড-১৯ সংক্রমণের খবর মিলেছে, যা আগের দিনের ৩,৩২৪ টি সংক্রমণের থেকে কম, জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। “কোভিড সংক্রমণের সংখ্যা বেশিই তাই এমনটা বলা যায় না যে এটা ছড়াচ্ছে না, তবে সৌভাগ্যবশত বেশিরভাগই খুব মৃদু,” আইএএনএসকে বলেন নয়ডার ফোর্টিস হাসপাতালের পালমোনোলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের ডিরেক্টর এবং এইচওডি ডঃ মৃণাল সরকার।
advertisement
“ভারতে ব্যাপক টিকাকরণের ফলে এবং আগের সংক্রমণের (দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ) থেকে পাওয়া অনাক্রম্যতার জেরে নতুন সংক্রমণ এবং গুরুতর রোগ কমছে,” বলেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
First Omicron XE Case in India: ভারতে প্রথম মিলল কোভিডের নয়া XE ভ্যারিয়েন্ট! একদিনে কোভিড আক্রান্ত ৩,১৫৭ জন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement