Corona vaccine: ৮৪ বছরের বৃদ্ধাকে ৩০ মিনিটের ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ! তারপর যা হল
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Corona vaccine: আধ ঘণ্টার ব্যবধানে ভ্যাকসিনের দুটি ডোজ পেলেন ৮৪ বছরের বৃদ্ধা।
#তিরুঅনন্তপুরম: আধ ঘণ্টার ব্যবধানে ভ্যাকসিনের (Corona vaccine) দুটি ডোজ পেলেন ৮৪ বছরের বৃদ্ধা। ঘটনা কেরলের তিরুঅনন্তপুরমের। একই দিনে পর পর দুটি ডোজ পেলেন তিনি। মাঝে সময়ের তফাৎ মাত্র ৩০ মিনিট। এরনুকুলমু জেলার আলুভাতে রাজ্য সরকার চালিত একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।
থান্ডাম্মা পাপ্পু নামে ৮৪ বছরের বৃদ্ধা ছেলের সঙ্গে হাসপাতালে ভ্যাকসিন (Corona vaccine) নিতে গিয়েছিলেন। কিন্তু কী ভাবে একসঙ্গে দুটি ডোজ দেওয়া হল তাঁকে? জানা যাচ্ছে, প্রথমে ভ্যাকসিন রুম থেকে একটি টিকা নিয়ে এসে বাইরে বসেন বৃদ্ধা। তার পরে তিনি তাঁর ছেলেকে বলেন যে ভিতরে তাঁর জুতো ফেলে এসেছেন। জুতো আনতেই গিয়েই ঘটে এই বিপত্তি। এক স্বাস্থ্যকর্মী তাঁকে আবার টিকার একটি ডোজ দিয়ে দেন।
advertisement
বৃদ্ধা সংবাদমাধ্যমের কাছে বলেছেন, "আমায় প্রথম ডোজ দেওয়ার পরে আমি সেই ঘর থেকে বেরিয়ে আসি। ছেলেকে বললাম, আমি জুতোটা ফেলে এসেছি। নিয়ে আসছি। যখন জুতোটা আনতে গেলাম, এক স্বাস্থ্যকর্মী এসে বললেন জুতো ছেড়ে ভিতরে আসতে। আমি কী বলার চেষ্টা করছি তিনি শোনার চেষ্টাও করলেন না। তিনি আমায় ভিতরে নিয়ে গেলেন এবং চেয়ারে বসতে বললেন। কিছু বোঝার আগেই আরও একজন মহিলা এসে আমায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিয়ে দিলেন।"
advertisement
advertisement
ঘটনার পরেও সেই বৃদ্ধা বার বার বলেন যে তাঁকে একসঙ্গে দুটি ডোজ (Corona vaccine) দেওয়া হয়েছে। তখন তাঁকে শুধু এক ঘণ্টার জন্য একটি ঘরে বসে থাকতে বলা হয়। তবে সেই বৃদ্ধা সুস্থ আছে দেখে চিকিৎসকরা তাঁকে বাড়ি চলে যেতে বলেন। এই ঘটনার পরে বেশ কয়েকবার তাঁকে দেখেছেন চিকিৎসকরা এবং জানিয়েছেন যে বৃদ্ধা ঠিক আছেন। এই একই রকমের একটি ঘটনা কয়েক মাস আগে ঘটে আলাপুজা জেলায়।
advertisement
প্রসঙ্গত, ভারত বায়োটেকের প্রস্তুত করা কোভ্যাক্সিন-এর (Covaxin) দুটি ডোজ নেওয়ার মধ্যে নূন্যতম ব্যবধান ২৮ দিন। ২৮ দিন পরেই দ্বিতীয় ডোজ নিতে বলেন চিকিৎসকরা। অন্যদিকে সিরাম ইনস্টিটিউট-এর কোভিশিল্ড (Covishield)এর দুটি টিকা নেওয়ার মধ্যে ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ। তাই আধ ঘণ্টার ব্যবধানে এক বৃদ্ধাকে দুটি ডোজ দেওয়ায় হাসপাতালের গাফিলতিই ধরা পড়ে।
Location :
First Published :
September 18, 2021 3:50 PM IST