Narendra Modi Birthday: এক দিনে আড়াই কোটি টিকা, মোদির জন্মদিনে আজ লক্ষ্যপূরণ করতে পারবে বিজেপি?

Last Updated:

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য প্রধানমন্ত্রীকে জন্মদিনে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা করেছেন (Narendra Modi Birthday)৷

নরেন্দ্র মোদির জন্মদিনে টিকাকরণের রেকর্ড গড়তে চায় বিজেপি৷
নরেন্দ্র মোদির জন্মদিনে টিকাকরণের রেকর্ড গড়তে চায় বিজেপি৷
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন (Narendra Modi Birthday)৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য প্রধানমন্ত্রীকে জন্মদিনে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা করেছেন৷ দেশবাসীকে তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী সবার জন্য বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করেছেন৷
advertisement
বিহার সরকারের তরফেও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ ৩০ লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে৷ অন্যদিকে উত্তর প্রদেশেও প্রধানমন্ত্রীর জন্মদিনে বিজেপি সেবা এবং সমর্পণ অভিযান শুরু করেছে৷ জনসেবায় প্রধানমন্ত্রীর কুড়ি বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ একই ভাবে মধ্যপ্রদেশ সরকারও ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে মেগা টিকাকরণ অভিযানের আয়োজন করেছে৷
advertisement
বিজেপি শাসিত অসমেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একদিনে ৮ লক্ষ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে একদিনে ৩০ লক্ষ টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা৷ গুজরাত লক্ষ্য একদিনে ৩৫ লক্ষ মানুষকে টিকা দেওয়া৷
নরেন্দ্র মোদির জন্মদিন থেকে শুরু করে আগামী ৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি৷ জনসেবায় নরেন্দ্র মোদির কুড়ি বছর উদযাপন উপলক্ষেই সেবা এবং সমর্পণ অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, স্বচ্ছতা অভিযান, টিকাকরণ অভিযানের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ মূলত উত্তর প্রদেশেই এই কর্মসূচি ধুমধাম করে পালন করা হবে৷ এই কর্মসূচিকে সফল করতে আজই যত সম্ভব বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি-র তরফে৷
advertisement
বিজেপি-র শীর্ষ নেতারা জানিয়েছেন, দেশের ইতিহাসে সবথেকে বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার নজির গড়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ বিজেপি-র সূত্রে জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাই টেয়েছিলেন যাতে প্রধানমন্ত্রীর জন্মদিন বিশেষ ভাবে উদযাপন করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi Birthday: এক দিনে আড়াই কোটি টিকা, মোদির জন্মদিনে আজ লক্ষ্যপূরণ করতে পারবে বিজেপি?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement