Narendra Modi Birthday: এক দিনে আড়াই কোটি টিকা, মোদির জন্মদিনে আজ লক্ষ্যপূরণ করতে পারবে বিজেপি?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য প্রধানমন্ত্রীকে জন্মদিনে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা করেছেন (Narendra Modi Birthday)৷
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন (Narendra Modi Birthday)৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য প্রধানমন্ত্রীকে জন্মদিনে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা করেছেন৷ দেশবাসীকে তিনি মনে করিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী সবার জন্য বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করেছেন৷
advertisement
বিহার সরকারের তরফেও জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ ৩০ লক্ষ মানুষকে টিকা দেওয়া হবে৷ অন্যদিকে উত্তর প্রদেশেও প্রধানমন্ত্রীর জন্মদিনে বিজেপি সেবা এবং সমর্পণ অভিযান শুরু করেছে৷ জনসেবায় প্রধানমন্ত্রীর কুড়ি বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ একই ভাবে মধ্যপ্রদেশ সরকারও ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে মেগা টিকাকরণ অভিযানের আয়োজন করেছে৷
advertisement
বিজেপি শাসিত অসমেও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একদিনে ৮ লক্ষ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে একদিনে ৩০ লক্ষ টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা৷ গুজরাত লক্ষ্য একদিনে ৩৫ লক্ষ মানুষকে টিকা দেওয়া৷
নরেন্দ্র মোদির জন্মদিন থেকে শুরু করে আগামী ৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি৷ জনসেবায় নরেন্দ্র মোদির কুড়ি বছর উদযাপন উপলক্ষেই সেবা এবং সমর্পণ অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, স্বচ্ছতা অভিযান, টিকাকরণ অভিযানের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ মূলত উত্তর প্রদেশেই এই কর্মসূচি ধুমধাম করে পালন করা হবে৷ এই কর্মসূচিকে সফল করতে আজই যত সম্ভব বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি-র তরফে৷
advertisement
বিজেপি-র শীর্ষ নেতারা জানিয়েছেন, দেশের ইতিহাসে সবথেকে বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার নজির গড়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ বিজেপি-র সূত্রে জানা গিয়েছে, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাই টেয়েছিলেন যাতে প্রধানমন্ত্রীর জন্মদিন বিশেষ ভাবে উদযাপন করা হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2021 6:10 PM IST