#নয়াদিল্লি: শুরুর দিনেই ১২ থেকে ১৪ বছর বয়সীদের (Corona Vaccination 12-14 yrs) ব্যাপক হারে কোভিড টিকাকরণের (Covid Vaccination) নজির গড়ল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক! বুধবার অর্থাৎ ১৬ মার্চ থেকে শুরু হয়েছে ১২-১৪ বছরের শিশুদের COVID-19 টিকাকরণ। এদিন রাতে একটি ট্যুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রথম দিনেই দেশজুড়ে ১২-১৪ বছর বয়সী ২.৬০ লক্ষ জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। একটি নির্দেশিকায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, এই বয়সীদের (Corona Vaccination 12-14 yrs) জন্য শুধুমাত্র Corbevax ভ্যাকসিন ব্যবহার করা হবে। বায়োলজিক্যাল ই-এর ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন কর্বেভ্যাক্সের দু’টি ডোজ ২৮ দিনের ব্যবধানে ১২-১৪ বছর বয়সীদের দেওয়া হবে, জানানো হয় ওই সরকারি নির্দেশিকায়। মন্ত্রক ওই ট্য্যুইটে আরও জানিয়েছে জাতীয় টিকাকরণ দিবসে (National Vaccination Day) ১২-১৪ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজটি শুরু হয়েছে।
আরও পড়ুন- ১২-১৪ বছর বয়সীদের কোভিড টিকাদান শুরু, কীভাবে নাম রেজিস্ট্রেশন করাবেন জেনে নিন!
➡️On National Vaccination Day, Vaccination for 12-14 age group commences today across all States/UTs. ➡️On the first day, more than 2.60 lakh Vaccine Doses administered to 12-14 age group.https://t.co/EmxEluxixE pic.twitter.com/f7ZACg4UOO — Ministry of Health (@MoHFW_INDIA) March 16, 2022
১৫ বছর বয়সীদের ইতিমধ্যেই ১৫-১৮ বছর বয়সী গ্রুপের টিকা দেওয়ার সময়ই টিকা দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ১ মার্চ, ২০২১ পর্যন্ত দেশে ১২ এবং ১৩ বছর বয়সী ৪.৭ কোটি শিশু রয়েছে। ভারতে গত বছরের জানুয়ারিতে স্বাস্থ্য পরিষেবা কর্মী, ফ্রন্টলাইন কর্মী এবং ৬০ বছর বা তার বেশি বয়সের কোমর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের টিকাদান করে টিকাকরণ অভিযান শুরু হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, এখনও পর্যন্ত দেশে ১.৮০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
সরকারের নির্দেশিকা অনুসারে, ২০১০ বা তার আগে জন্মগ্রহণকারী সমস্ত শিশু যাদের ১২ বছর বয়স হয়ে গিয়েছে তারা CoWIN-এ রেজিস্ট্রেশন করতে পারবেন৷ ১২-১৪ বছর বয়সীরা (Corona Vaccination 12-14 yrs) https://selfregistration.cowin.gov.in/-এ লগ ইন করতে পারেন বা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে নিজেদের রেজিস্ট্রেশন করতে পারেন। সরকার আরও জানিয়েছে, পরিবারের সদস্যের যদি CoWin-এ অ্যাকাউন্ট থেকে থাকে তবে সেখানে ‘অ্যাড মেম্বার’ অপশনে গিয়ে নতুন নাম নথিভুক্ত করা যেতে পারে বা একদম অন্য মোবাইল নম্বরের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট তৈরি করেও রেজিস্ট্রেশন করতে পারেন।
আরও পড়ুন- হাল ছাড়ছে না সপা, বিধান পরিষদ নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে লড়বেন ডাঃ কাফিল খান
এই বয়সীদের (Corona Vaccination 12-14 yrs) শুধুমাত্র Corbevax ভ্যাকসিনই দেওয়া হবে যা হল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে তৈরি প্রথম দেশীয় রিসেপ্টর বাইন্ডিং ডোমেন (RBD) প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন। Corbevax ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ২৮ দিনের ব্যবধানে নির্ধারিত দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।