Covid 19 Vaccination for 12 14 Yrs: ১২-১৪ বছর বয়সীদের কোভিড টিকাদান শুরু, কীভাবে নাম রেজিস্ট্রেশন করাবেন জেনে নিন বিশদে

Last Updated:

Coronavirus Vaccination: Corbevax ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ২৮ দিনের ব্যবধানে নির্ধারিত দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

#নয়াদিল্লি: বুধবার অর্থাৎ ১৬ মার্চ থেকে শুরু হয়েছে ১২-১৪ বছরের শিশুদের COVID-19 টিকাকরণ। এই বয়সের শিশুদের (Covid 19 Vaccination for 12 14 Yrs) জন্য শুধুমাত্র Corbevax ভ্যাকসিন ব্যবহার করা হবে। বায়োলজিক্যাল ই-এর ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন কর্বেভ্যাক্সের দু’টি ডোজ ২৮ দিনের ব্যবধানে ১২-১৪ বছর বয়সীদের (Covid 19 Vaccination for 12 14 Yrs) দেওয়া হবে, জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়। ১৫ বছর বয়সীদের ইতিমধ্যেই ১৫-১৮ বছর বয়সী গ্রুপের টিকা দেওয়ার সময়ই টিকা দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ১ মার্চ, ২০২১ পর্যন্ত দেশে ১২ এবং ১৩ বছর বয়সী ৪.৭ কোটি শিশু রয়েছে। ভারতে গত বছরের জানুয়ারিতে স্বাস্থ্য পরিষেবা কর্মী, ফ্রন্টলাইন কর্মী এবং ৬০ বছর বা তার বেশি বয়সের কোমর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের টিকাদান করে টিকাকরণ অভিযান শুরু হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, এখনও পর্যন্ত দেশে ১.৮০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
কীভাবে নাম রেজিট্রেশন করাবেন?
১। সরকারের নির্দেশিকা অনুসারে, ২০১০ বা তার আগে জন্মগ্রহণকারী সমস্ত শিশু যাদের ১২ বছর (Covid 19 Vaccination for 12 14 Yrs) বয়স হয়ে গিয়েছে তারা CoWIN-এ রেজিস্ট্রেশন করতে পারবেন৷ বুধবার থেকেই, ১২-১৪ বছর বয়সীরা https://selfregistration.cowin.gov.in/ এ লগ ইন করতে পারেন বা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে নিজেদের রেজিস্ট্রেশন করতে পারেন।
advertisement
advertisement
২। নিজের মোবাইল নম্বর এবং ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
৩। সরকার জানিয়েছে, পরিবারের সদস্যের যদি CoWin-এ অ্যাকাউন্ট থেকে থাকে তবে সেখানে ‘অ্যাড মেম্বার’ অপশনে গিয়ে নতুন নাম নথিভুক্ত করা যেতে পারে বা একদম অন্য মোবাইল নম্বরের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট তৈরি করেও রেজিস্ট্রেশন করতে পারেন।
৪। যদি ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করে থাকা মোবাইল নম্বর থেকে ৪ জন সদস্যের রেজিস্ট্রেশন না হয়ে থাকে তবে ‘অ্যাড মেম্বার’ অপশনে ক্লিক করতে পারেন ।
advertisement
৫। একবার রেজিস্ট্রেশন/সাইন ইন সম্পূর্ণ হলে, CoWin হোমপেজে নতুন বিভাগে টিকা নিতে চলা ব্যক্তির পরিচয় প্রমাণ আপডেট করতে হবে।
৬। টিকা গ্রহণের সময় নিজের আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।
৭। এরপর, কাছাকাছি কোনও টিকাকরণ কেন্দ্রে টিকা নেওয়ার স্লট বুক করুন।
৮। কেন্দ্রের নির্দেশিকা অনুসারে, টিকাদানকারীও অনসাইট রেজিস্ট্রেশন করিয়ে দিতে পারেন এবং ১২-১৪ বছর বয়সীদের (Covid 19 Vaccination for 12 14 Yrs) জন্য অনলাইন বা অনসাইটে (ওয়াক-ইন) অ্যাপয়েন্টমেন্ট বুক করা যেতে পারে।
advertisement
কর্বেভ্যাক্স ডোজ
Corbevax ভ্যাকসিন হল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতে তৈরি প্রথম দেশীয় রিসেপ্টর বাইন্ডিং ডোমেন (RBD) প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন। Corbevax ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ২৮ দিনের ব্যবধানে নির্ধারিত দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। এই ভ্যাকসিনটি ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এবং ০.৫ মিলি (একটি ডোজ) এবং ৫ মিলি (১০ টি ডোজ), এবং ১০ মিলির (২০ টি ডোজ) শিশি হিসেবে পাওয়া যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19 Vaccination for 12 14 Yrs: ১২-১৪ বছর বয়সীদের কোভিড টিকাদান শুরু, কীভাবে নাম রেজিস্ট্রেশন করাবেন জেনে নিন বিশদে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement