Coronavirus: করোনা ও H3N2-র ডবল অ্যাটাক! হঠাৎ বাড়ছে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ

Last Updated:

করোনা ও H3N2-র ডবল অ্যাটাক!

কোরোনা ও H3N2-র ডবল অ্যাটাক! হঠাৎ বাড়ছে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ
কোরোনা ও H3N2-র ডবল অ্যাটাক! হঠাৎ বাড়ছে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ
নয়াদিল্লি: ফের বাড়ছে করোনা। গত ২ বছরের তুলনায় মানুষের মনে করোনা নিয়ে আতঙ্ক কমেছে। বন্ধ সোশ্যাল ডিস্টেন্সিং। মাস্ক পড়া তো শিকেয় উঠেছে। ফের ভিড় জমেছে দোকানে বাজারে। তবে এসবের মাঝে ফের মাথা চাগিয়ে উঠেছে কোভিড। নতুন ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক হতে পারে তাই নিয়েই ফের আশঙ্কায় পড়েছেন চিকিৎসকরা।
শুধু কোরনাই নয়। কোরোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে H3N2 সংক্রমণও। দুই ভাইরাসের লক্ষণ প্রায় এক। তাই বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের চিকিৎসা করতে নাজেহাল হতে হচ্ছে।
advertisement
INSACOG রিপোর্ট অনুসারে, ৭৬ টি নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে কোভিডের নতুন রূপ XBB1.16 দেখা গিয়েছে এবং এর কারণেই ফের বাড়ছে কোভিড সংক্রমণ।
advertisement
XBB1.16 হল কোভিডের একটি নতুন রূপ এর কারণে গত এক সপ্তাহে দ্রুত বেড়েছে  করোনা। ৭৬টি নমুনার জিনোম সিকোয়েন্সে পাওয়া গিয়েছে এই ভেরিয়েন্ট। তবে এই ভেরিয়েন্ট কতটা ভয়ানক হতে পারে তা নিয়ে এখনও চিন্তিত গবেষকরা।
advertisement
চলতি বছরের জানুয়ারি মাসেই প্রথম পাওয়া যায়  XBB 1.16 ভেরিয়েন্টটি জানুয়ারিতে ২টি নমুনাতে  মেলে এই ভেরিয়েন্ট ।  ফেব্রুয়ারিতে লাফিয়ে মোট ৫৯টি নমুনায় এই ভ্যারিয়েন্ট মেলে।  মার্চ সেই সংখ্যা দাঁড়ায় ১৫। ব্রুনাই, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরেও দ্রুত বাড়ছে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ।
ভারতেও বাড়ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের ভয় । ইতিমধ্যেই কর্ণাটকে ৩০  মহারাষ্ট্রে ২৯, পুদুচেরি ৭ , দিল্লি ৫, তেলেঙ্গানা ২, গুজরাট ১, হিমাচল প্রদেশ ১ এবং ওড়িশা ১ নমুনা পাওয়া গিয়েছে। একদিকে করোনা অন্যদিকে H3N2  সংক্রমণ, ভাইরাস ঠেকাতে ফের পুরোনো মাস্কের অভ্যাসই সহায় হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coronavirus: করোনা ও H3N2-র ডবল অ্যাটাক! হঠাৎ বাড়ছে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement