Bengal labourer wins lottery: কেরলে গিয়ে রাতারাতি ৭৫ লক্ষ টাকার মালিক বাংলার শ্রমিক! আতঙ্কে এ কী করে বসলেন

Last Updated:

Bengal labourer wins lottery: বাদেশ পুলিশের কাছে সুরক্ষা চাইতে যান, কারণ এর পরের প্রক্রিয়া সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। তার উপর ভয় ছিল, কেউ যদি তাঁর কাছ থেকে টিকিট ছিনিয়ে নেয়!

লটারি জিতলেন বাংলার শ্রমিক
লটারি জিতলেন বাংলার শ্রমিক
এরনাকুলাম: বাংলার শ্রমিক কেরলে গিয়েই রাতারাতি ৭৫ লক্ষ টাকার মালিক! ভিনরাজ্যে এত আনন্দ যেন সহ্য হল না তাঁর। লটারি জেতার খবর পেয়েই থানায় ছুটলেন এসকে বাদেশ। দাবি, তাঁকে নিরাপত্তা দিতে হবে। প্রাণের ভয় পাচ্ছেন তিনি।
পশ্চিমবঙ্গের বাসিন্দা এসকে বাদেশ কেরালা সরকারের স্ত্রী শক্তি লটারির টিকিট কেটে ৭৫ লক্ষ টাকা জিতে নিয়েছেন। হতভম্ব এবং আতঙ্কিত সেই শ্রমিক মঙ্গলবার গভীর রাতেই মুভাট্টুপুজা থানায় ছুটে যান, তার পুরস্কারের অর্থের জন্য সুরক্ষা চান।
advertisement
advertisement
এসকে বাদেশ পুলিশের কাছে সুরক্ষা চাইতে যান, কারণ এর পরের প্রক্রিয়া সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না। তার উপর ভয় ছিল, কেউ যদি তাঁর কাছ থেকে টিকিট ছিনিয়ে নেয়! মুভাট্টুপুজার পুলিশ তাঁকে গোটা প্রক্রিয়া বুঝিয়ে সমস্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়।
advertisement
এস কে বাদেশ এর আগেও লটারি কেটে টাকা জেতার চেষ্টা করেছেন বহুবার। কিন্তু কখনও জেতেননি। ফলাফল পরীক্ষা করতে বসে তাই জেতার আশাও ছিল না তাঁর। টিকিট কেনার সময় এসকে বাদেশ এরনাকুলামের চোট্টনিকারায় রাস্তা নির্মাণের কাজে নিযুক্ত। কেরলে গিয়েছেন বেশি দিন হয়নি বলে ভাষা সম্পর্কে জ্ঞান কম। প্রক্রিয়া বোঝার জন্য তাই সাহায্যের প্রয়োজন ছিল। আর তাই তিনি তাঁর বন্ধু কুমারকে ডাকেন।
advertisement
টাকা পেলেই বাংলায় নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এসকে বাদেশ। কেরল তাঁকে যে উপহার দিয়েছে, তা দিয়ে নিজের বাড়ি সংস্কার এবং কৃষির কাজ করার ইচ্ছে তাঁর।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengal labourer wins lottery: কেরলে গিয়ে রাতারাতি ৭৫ লক্ষ টাকার মালিক বাংলার শ্রমিক! আতঙ্কে এ কী করে বসলেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement