Non Bengali Actors in Bengali Mega: অবাঙালি হয়েও বাংলাতেই মাত করছেন, টিভির জনপ্রিয় তারকাদের শিকড় জানলে চমকে যাবেন!
- Published by:Teesta Barman
Last Updated:
Non Bengali Actors in Bengali Mega: বাঙালি নন, বাংলা ভাষাতেও দখল কম, তাও বাংলা টেলিভিশন দাপিয়ে বেড়াচ্ছেন এই কয়েক জন তারকা। যাঁদের বাংলা শুনলে বোঝা দায় যে তাঁরা বাঙালি নন।
advertisement
advertisement
ক্রুশল আহুজা: উত্তরপ্রদেশের ফয়জাবাদে জন্ম ক্রুশলের। পরিবার কলকাতায় চলে আসে কর্মসূত্রে। সেই থেকেই ক্রুশলের বাংলা শেখা। ২০১৬ সালে অভিনয়ের জন্য মুম্বইয়ে গিয়েছিলেন কিন্তু কাজ পাননি। কলকাতায় ফিরে ‘রানু পেল লটারি’, ‘কী করে বলব তোমায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তার পর যদিও হিন্দি ধারাবাহিকে কাজ পেয়েছেন ক্রুশল। ‘রিশতো কা মানঝা’-তে অভিনয় করে হিন্দি মেগায় হাতেখড়ি হয় তাঁর।
advertisement
advertisement
advertisement
advertisement
শ্বেতা মিশ্র: ‘প্রেম টেম’ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা দিয়েছিলেন শ্বেতা। তবে এ ছাড়া একাধিক বাংলা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাঙালি নন শ্বেতা, তাও কি তাঁর বাংলা শুনে সে কথা বোঝার উপায় আছে? দ্বাদশ শ্রেণি পর্যন্ত বহরমপুরে পড়াশোনা তাঁর। মা রাজস্থানের। বাবা উত্তরপ্রদেশের। তাও নিজেকে বাঙালি বলতেই বেশি পছন্দ করেন শ্বেতা।