Gold Smuggling: শিশু কোলে সন্দেহজনক ব্যক্তিটি কে! কাস্টমস অফিসাররা জিজ্ঞাসা করতেই যা কাণ্ড হল
- Published by:Salmali Das
Last Updated:
Gold Smuggling: শনিবার তরফ থেকে একটি কাস্টমস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি আন্তর্জাতিক বিমানে আসা এক পুরুষ যাত্রী তার ২১ মাস বয়সি কন্যা সন্তানের ‘ডায়াপারে’ সোনা লুকিয়ে পাচার করতে গিয়ে ধরা পড়েন।
ম্যাঙ্গালুরুঃ ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে (এমআইএ), কন্যা সন্তানের শরীরে সোনা লুকিয়ে পাচার করতে গিয়ে ধরা পড়ল এক যাত্রী। শনিবার তরফ থেকে একটি কাস্টমস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি আন্তর্জাতিক বিমানে আসা এক পুরুষ যাত্রী তার ২১ মাস বয়সি কন্যা সন্তানের ‘ডায়াপারে’ সোনা লুকিয়ে পাচার করতে গিয়ে ধরা পড়েন। সোনা, পেস্ট আকারে, ডায়াপারের ভিতরে থলিতে রাখা হয়েছিল। তবে তল্লাসির সময় কর্মকর্তারা তা আটক করেন।
অন্য একটি ঘটনায়, একজন পুরুষ যাত্রী পেস্ট আকারে সোনা লুকিয়ে বেল্টের মতো কোমরে বেঁধে রেখেছিলেন। অপরদিকে একজন তাঁর গোপনাঙ্গ পেস্ট আকারে সোনা লুকিয়ে রেখেছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সব মিলিয়ে এমআইএ-র কাস্টমস কর্মকর্তারা চলতি বছরের ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত ১,৬০৬ গ্রাম সোনা যার মূল্য প্রায় ৯০.৬৭ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে । তিন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।
advertisement
advertisement
কিছদিন আগে বিদেশে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে এয়ার ইন্ডিয়ার (Air India) এক বিমানকর্মী। কোচি বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে এয়ার ইন্ডিয়ার এই বিমানকর্মীকে গ্রেফতার করা হয়। কর্মকর্তারা জানান, ওয়েনাডের বাসিন্দা শফিকে ১,৪৮৭ গ্রাম সোনা সহ কোচিতে কাস্টমস অফিসাররা গ্রেফতার করেন।
advertisement
কাস্টমস প্রিভেন্টিভ কমিশনারেট গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে বাহরাইন-কোঝিকোড়-কোচি পরিষেবার শফি নামে এক বিমানকর্মী সোনা এনেছেন। বাহরাইন থেকে কোঝিকোড়ে হয়ে কোচিতে ফেরার বিমানে ফিরেছিলেন তিনি। অভিযুক্ত শফি সোনা হাতের চারপাশে মুড়িয়ে শার্টের হাতা দিয়ে ঢেকে গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mangalore,Dakshina Kannada,Karnataka
First Published :
March 18, 2023 7:26 PM IST