রাজধানী এক্সপ্রেসের সামনে পড়ল তিন ব্যক্তি! এক সেকেন্ডে যা ঘটল শুনলে আঁতকে উঠবেন

Last Updated:

Rajdhani express accident: দৈত্যের মতো ছুটে আসছিল রাজধানী এক্সপ্রেস। দেখেননি তিন জন। ৫০০ মিটার দূরে হাড়হিম করা দৃশ্য।

নয়াদিল্লি: লাইন টপকাতে গিয়ে সব শেষ। ছোট্ট একটা ভুলে প্রাণ হারালেন তিন ব্যক্তি। এমন দুর্ঘটনা ঘটল যা শুনে আঁতকে উঠতে হয়।
হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন তিন ব্যক্তি। নেতাজি সুভাষ চন্দ্র বোস গোমো রেলস্টেশনে এই মর্মান্তিক ঘটনা ঘটে শুক্রবার সন্ধের দিকে।
আরপিএফ ইনস্পেক্টর বিজয় শঙ্কর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই তিন ব্যক্তি লাইন পেরনোর সময় রাজধানী এক্সপ্রেসের সামনে পড়ে যান। আর রক্ষে হয়নি।
advertisement
আরও পড়ুন- পিঁপড়ের চাটনি, না আফ্রিকার জঙ্গলে নয়, ভারতের এই প্রদেশে চেটেপুটে খায় এই চাটনি
গোমো স্টেশনে দাঁড়ায় না রাজধানী। ফলে ট্রেন ওই সময় প্রবল গতিতে ছিল। আর সেই সময় ওই তিনজন তিন নম্বর স্টেশনে যাওয়ার জন্য লাইন পেরোতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।
advertisement
জানা গিয়েছে, তিনজনের দেহ টুকরো টুকরো হয়ে গিয়েছিল। দেহের অংশ প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে পড়ে। তিনজনেরই দেহ প্রায় দলা পাকিয়ে যায়। তাঁদের দেখে চেনার কোনও উপায় ছিল না।
মৃত তিনজনের নাম- মনোজ সাও (১৯), শিব চরণ সাও ( ২০) ও বাবলু কুমার (২০)। তিনজনেই আসানসোল-গুমা প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমেছিলেন। তার পর লাইন টপকে যেতে গিয়ে প্রাণ হারান। তাঁদের জামা-প্যান্টের ছেড়া অংশ দেখে দেহগুলি শনাক্ত করে পরিবারের লোকজন।
advertisement
আরও পড়ুন- বড় সিদ্ধান্ত সিকিম সরকারের, বেড়াতে গিয়ে মাথায় হাত পর্যটকদের!হোটেলেই হা হুতাশ
জানা গিয়েছে, গোমোতে সদানন্দ মেলা দেখার জন্য এসেছিলেন ওই তিনজন। স্টেশনের ঘোষণা তাঁরা উপেক্ষা করেন। এমনকী দৈত্যের মতো ছুটে আসা রাজধানী এক্সপ্রেস তাঁরা দেখতে পাননি। রেলের তরফে অনুরোধ করা হয়, যাত্রীরা যেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে ওভারব্রিজ ব্যবহার করেন! তবে অনেক যাত্রী সেই নিয়ম মানেন না।
বাংলা খবর/ খবর/দেশ/
রাজধানী এক্সপ্রেসের সামনে পড়ল তিন ব্যক্তি! এক সেকেন্ডে যা ঘটল শুনলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement