coromandel express | Indian Railways: দুর্ঘটনাস্থল দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও চলছে না সব ট্রেন, এখনও বাতিল কোন কোন ট্রেন? জেনে নিন এক ঝলকে
- Published by:Satabdi Adhikary
- Written by:Sanhyik Ghosh
Last Updated:
আকস্মিকভাবে দুর্ঘটনার কারণে দক্ষিণ ভারত সহ পুরীর সঙ্গে কার্যত রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল পূর্ব ভারতের। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে লাইনসহ বাকি পরিকাঠামোকে প্রস্তুত করা হলেও এখনও পর্যন্ত রেকসহ অন্যান্য বেশ কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আজও বাতিল করা হল, এতগুলি ট্রেন। তবে খুব শীঘ্রই একেবারে স্বাভাবিক করে দেওয়া সম্ভব হবে এই লাইনের ট্রেন চলাচল, আশাবাদী রেলের কর্তারা।
কলকাতা: দুর্ঘটনার পরে কেটে গিয়েছে প্রায় ৭০ ঘণ্টা। যুদ্ধকালীন তৎপরতায় ট্রেন চলাচল স্বাভাবিক করতে অক্লান্ত পরিশ্রম করছেন রেলকর্মীরা। গত রবিবার মধ্যরাতেই দুর্ঘটনাস্থলের আপ এবং ডাউন লাইন পুনঃস্থাপন করার কাজ সম্পন্ন করা হয়েছে। শেষ করা হয়েছে ট্র্যাকের ওভারহেড ইলেক্ট্রিফিকেশন এর কাজও। দ্রুত ধ্বংসস্তূপকে সরিয়ে ট্রেন চলাচলকে যাতে স্বাভাবিক ছন্দে ফেরানো যায়, তার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ।
আজ, সোমবার সকাল থেকেই এই লাইন দিয়ে যাতায়াত করতে শুরু করেছে একাধিক যাত্রিবাহী দূরপাল্লার ট্রেনগুলি। পুরী- শালিমার জগন্নাথ এক্সপ্রেস ছাড়াও একে একে ঘটনাস্থলের পাশ দিয়ে গেছে বন্দে ভারত, ফলকনুমা সহ অনেক ট্রেন। স্বাভাবিক ছন্দে ফেরার প্রক্রিয়া বজায় থাকলে ও আজকের মধ্যেই স্বাভাবিক হচ্ছে না সম্পূর্ণ পরিস্থিতি। রেল সূত্রে খবর পরিকাঠামো গত কিছু সমস্যার কারণে আজও বাতিল করা হয়েছে ওই লাইনের একগুচ্ছ ট্রেন।
advertisement
আরও পড়ুন: করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় ক্ষতবিক্ষত দেহ! একটি মৃতদেহ নিয়ে টানাপড়েন দুই পরিবারের, ১০০ দেহ শনাক্ত করা যায়নি এখনও
advertisement
এক নজরে দেখে নিন আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে:
১৮৪০৯ শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস
১২৮৯২ বাংরিপোশি ইন্টারসিটি এক্সপ্রেস
advertisement
১২০৭৩ হাওড়া ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস
১২২৭৭ হাওড়া পুরী জন শতাব্দী এক্সপ্রেস
১২৮৪১ শালিমার চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস
১৮০৩৭ খড়গপুর জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস
২২৮৪১ সাঁতরাগাছি তামবরম অন্তর্দয় এক্সপ্রেস
২২২০১ শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস
১৮০০৭ সিমলিপাল ইন্টারসিটি এক্সপ্রেস
১৮০৪৩ বাঘাযতীন এক্সপ্রেস
১২৬৬৫ হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস
১২৮৩৭ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস
advertisement
এছাড়াও, বাতিল হয়েছে বালাসোর ভদ্রক সহ সংলগ্ন শাখায় চলা কিছু মেমু ট্রেন।
আরও পড়ুন: দেখুন কেমন জল খাচ্ছে সাপ, প্রচণ্ড তাপে তীব্র কষ্ট কিং কোবরাও! ভাইরাল ভিডিও
আকস্মিকভাবে দুর্ঘটনার কারণে দক্ষিণ ভারত সহ পুরীর সঙ্গে কার্যত রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল পূর্ব ভারতের। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে লাইনসহ বাকি পরিকাঠামোকে প্রস্তুত করা হলেও এখনও পর্যন্ত রেকসহ অন্যান্য বেশ কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আজও বাতিল করা হল, এতগুলি ট্রেন। তবে খুব শীঘ্রই একেবারে স্বাভাবিক করে দেওয়া সম্ভব হবে এই লাইনের ট্রেন চলাচল, আশাবাদী রেলের কর্তারা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 05, 2023 7:19 PM IST