Reliance Foundation: করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় আর্তদের সাহায্যে ১০ দফা কর্মসূচি নিল রিলায়েন্স ফাউন্ডেশন, শোকপ্রকাশ করলেন নীতা আম্বানি

Last Updated:

সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে নীতা আম্বানি জানান, ‘‘ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমাদের সমবেদনা জানাই৷ ঠিক যে মুহূর্তে আমরা এই দুর্ঘটনা সম্পর্কে জানতে পারি, সেই মুহূর্তেই আমাদের উদ্ধারকারী দল সেখানে পৌঁছয় এবং আহতদের উদ্ধার করতে ও হাসপাতালে পাঠাতে সাহায্য করতে শুরু করে৷’’

মুম্বই: করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা চেয়ারপার্সন নীতা আম্বানি৷ শুধু তাই নয়, আর্তদের সাহায্যে ফাউন্ডেশনের তরফে নেওয়া হল ১০ দফা উদ্যোগ৷ উদ্ধারকাজ থেকে শুরু করে নিহতদের পরিবারকে সাহায্য, সব দিক থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিল রিলায়্যান্স ফাউন্ডেশন৷
সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে নীতা আম্বানি জানান, ‘‘ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমাদের সমবেদনা জানাই৷ ঠিক যে মুহূর্তে আমরা এই দুর্ঘটনা সম্পর্কে জানতে পারি, সেই মুহূর্তেই আমাদের উদ্ধারকারী দল সেখানে পৌঁছয় এবং আহতদের উদ্ধার করতে ও হাসপাতালে পাঠাতে সাহায্য করতে শুরু করে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: নদীতে ঝাঁপ দেওয়ার টিকটক ভিডিও শ্যুট করতে গিয়ে ভয়ানক বিপর্যয়! যা হল কিশোরের, শুনলে শিউরে উঠবেন
নীতা আম্বানি বলেন, ‘‘নিহত এবং আহতদের পরিবারের সদস্যদের কষ্ট তো আমরা কমিয়ে দিতে পারব না, কিন্তু, তাঁরা যাতে আবার জীবনের মূলস্রোতে ফিরে আসতে পারেন, সেই বিষয়ে সম্পূর্ণ সাহায্য করব আমরা৷ আমাদের সংগঠনের তরফে এ বিষয়ে ১০ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷’’
advertisement
আরও পড়ুন: বিমানবন্দরে বাধা থেকে ED-র তলব, অভিষেক জায়া প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর..কী বললেন?
জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সে বিনামূল্যে জ্বালানি সরবরাহ থেকে শুরু করে, রেশন সামগ্রী-ওষুধপত্র সরবরাহ, মৃতদের পরিবারের সদস্যদের প্রয়োজনে অর্থ উপার্জনের ব্যবস্থা করা, যাঁদের এই দুর্ঘটনায় অঙ্গহানি হয়েছে, তাঁদের প্রয়োজনীয় সরঞ্জাম যেমন, হুইলচেয়ার দিয়ে সহায়তা করার মতো বিষয় রিলায়েন্স ফাউন্ডেশনের এই ১০ দফা কর্মসূচিতে রয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Reliance Foundation: করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় আর্তদের সাহায্যে ১০ দফা কর্মসূচি নিল রিলায়েন্স ফাউন্ডেশন, শোকপ্রকাশ করলেন নীতা আম্বানি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement