Howrah News | Ganga River | TikTok video: নদীতে ঝাঁপ দেওয়ার টিকটক ভিডিও শ্যুট করতে গিয়ে ভয়ানক বিপর্যয়! যা হল কিশোরের, শুনলে শিউরে উঠবেন
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
Last Updated:
নদীতে ঝাঁপের ভিডিও করতে গিয়ে তলিয়ে গেল কিশোর, ২৪ ঘন্টা কেটে যাবে পরেও মেলেনি খোঁজ। মর্মান্তিক ঘটনা ঘটেছে রবিবার দুপুরে চেঙ্গাইলের নেপালি ঘাটে
হাওড়া: গঙ্গায় ঝাঁপ দেওয়ার ভিডিও শ্যুট করতে গিয়ে তলিয়ে গেল কিশোর। ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরেও মেলেনি খোঁজ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে চেঙ্গাইলের নেপালি ঘাটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, এদিন চার বন্ধুর সঙ্গে চেঙ্গাইল নেপালি ঘাটে টিকটিক ভিডিও শ্যুট করতে গিয়েছিল রোহন। ভিডিওয় দেখা গিয়েছে, রোহন নির্মীয়মাণ জেটি থেকে নদীতে ঝাঁপ দিচ্ছে। কিন্তু, তার পরে আর নদী থেকে ওঠেনি সে৷
আরও পড়ুন: দোকানে গিয়ে আর বাড়ি ফেরা হল না! বাড়ির বাইরে পা রাখতেই সব শেষ
স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, ওই নদীর ঘাট থেকে রোহনের বাড়ি প্রায় দেড় – ২ কিলোমিটার দূরে। বন্ধুদের সঙ্গেই সে নির্মীয়মাণ জেটিতে এসেছিল। রবিবার দুপুরে সবে ভাটা শুরু হয়েছিল। সেই সময়েই নদীতে ঝাঁপ দেয় রোহন। স্থানীয়রা জানাচ্ছেন, নদীতে ভাটার টান ছিল এবং রোহন নাকি সাঁতারও জানত না। ভিডিওয় দেখা যায়, জলে ঝাঁপ দেওয়ার পরের কয়েক সেকেন্ড রোহনকে দেখা যাচ্ছিল। তার পরই জলের স্রোতে জেটির নীচের দিকে চলে যেতে যায় সে।
advertisement
advertisement
বিষয়টি দেখা মাত্রই স্থানীয় মাঝিদের নিয়ে গঙ্গায় রোহনের খোঁজ শুরু করেন স্থানীয়েরা। পরে গঙ্গায় নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে। রবিবার দুপুর থেকে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত উদ্ধার হয়নি রোহন।
আরও পড়ুন: বিমানবন্দরে বাধা থেকে ED-র তলব, অভিষেক জায়া প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর..কী বললেন?
তার খোঁজে সোমবারও নদীতে তল্লাশি চালিয়েছে পুলিশ৷ ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের পাশাপাশি স্থানীয় মানুষ নদীতে নৌকা নামিয়ে রোহনের খোঁজে নেমেছে। এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর শেখ সেলিম জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছই। ঘটনাস্থলে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রবিবার থেকে উদ্ধারকার্য চালাচ্ছে। তবে এখনও খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া কিশোরের।
advertisement
রাকেশ মাইতি
Location :
West Bengal
First Published :
June 05, 2023 9:38 PM IST