Alipurduar News: দোকানে গিয়ে আর বাড়ি ফেরা হল না! বাড়ির বাইরে পা রাখতেই সব শেষ
- Reported by:ANNANYA DEY
- hyperlocal
Last Updated:
দোকানে জিনিস নিতে গিয়ে আর ফিরে আসতে পারলেন না এক প্রাক্তন চা বাগান শ্রমিক।
আলিপুরদুয়ার: দোকানে জিনিস নিতে গিয়ে আর ফিরে আসতে পারলেন না এক প্রাক্তন চা বাগান শ্রমিক। পথ দুর্ঘটনায় মৃত্যু হল বৃদ্ধার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার চুয়াপাড়া চা বাগানে।
জানা যায়, চুয়াপাড়া চা বাগানের প্রাক্তন শ্রমিক সাইলি তামাংয়ের বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। এদিন সাইলি তামাং ঘর থেকে দোকানে যাওয়ার উদ্দেশে বেরিয়েছিলেন। ঠিক সেসময় রাঙামাটি থেকে কালচিনি গামী একটি মোটরবাইক সজোরে ধাক্কা মারে সাইলি তামাংকে। এই ঘটনার পর সাইলি তামাং সড়কে ছিটকে পড়ে যায়।
আরও পড়ুন: বিমানবন্দরে বাধা থেকে ED-র তলব, অভিষেক জায়া প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর..কী বললেন?
তাঁকে গুরুতর জখম অবস্থায় দেখে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে প্রথমে চা বাগানের হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
advertisement
আরও পড়ুন: মৃতদেহটাও তো মেলেনি! ১৩ বছর ধরে বাবার বুকপকেটে মেয়ের ছবি, কোথাও যদি একবার দেখা মিলে যায়..
কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। বাইক ও তার আরোহীকে আটক করেছে পুলিশ।
advertisement
Annanya Dey
Location :
West Bengal
First Published :
June 05, 2023 9:15 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: দোকানে গিয়ে আর বাড়ি ফেরা হল না! বাড়ির বাইরে পা রাখতেই সব শেষ