তুরস্কে অফিস? অমিত মালব্য এবং এই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করল কংগ্রেস

Last Updated:

Congress Lodges FIR Against BJP’s Amit Malviya: তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক এর মধ্যেই যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে। এই আবহে তুরস্কে কংগ্রেসের পার্টি অফিস আছে, এই মিথ্যা খবর ছড়ানোর জন্য অমিত মালব্য এবং দেশের একজন বিখ্যাত সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করল কংগ্রেস।

অমিত মালব্য এবং এই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করল কংগ্রেস (Photo: PTI)
অমিত মালব্য এবং এই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করল কংগ্রেস (Photo: PTI)
নয়াদিল্লি: তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক এর মধ্যেই যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে। এই আবহে তুরস্কে কংগ্রেসের পার্টি অফিস আছে, এই মিথ্যা খবর ছড়ানোর জন্য অমিত মালব্য এবং দেশের একজন বিখ্যাত সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করল কংগ্রেস। মঙ্গলবার এই মামলা দায়ের করা হয়েছে।
ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের লিগ্যাল সেল (IYC) এক্স-এর একটি পোস্টে বলেছে যে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং রিপাবলিকের প্রধান সম্পাদক কংগ্রেসকে বদনাম করার জন্য একটি বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা করেছেন এবং তাঁরা চুপ করে থাকবেন না।
advertisement
advertisement
“@IYC-র ইনচার্জ শ্রী @Allavaru জি, জাতীয় সভাপতি @UdayBhanuIYC জি, এবং আমাদের চেয়ারম্যান @RoopeshINC জি-র নির্দেশে, @amitmalviya এবং অর্ণব গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় একটি FIR দায়ের করা হয়েছে, @republic-এর প্রধান সম্পাদক, বিরোধীদলীয় নেতা শ্রী @RahulGandhi জি-এর সাংবিধানিক পদের অবমাননার জন্য”, পোস্টটিতে বলা হয়েছে।
“@INC-কে অপমান করার, অস্থিরতা উস্কে দেওয়ার এবং জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার এই বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ। আমরা চুপ করে থাকব না। স্পষ্ট বার্তা: আমাদের দল বা এর নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ও রাজনৈতিক প্রতিক্রিয়া জানানো হবে”, ওই পোস্টে আরও বলা হয়েছে।
advertisement
advertisement
এদিকে সম্প্রতি মালব্য রাহুল গান্ধিকে আধুনিক যুগের মীরজাফর বলে অভিহিত করেন এবং বলেন যে কংগ্রেস নেতা পাকিস্তান এবং তার হিতৈষীদের ভাষায় কথা বলছেন। গান্ধি অপারেশন সিঁদুর নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আক্রমণ করার পর মালব্য এই মন্তব্য করেন।
কংগ্রেসের অভিযোগ, মালব্য এবং ওই সাংবাদিক এই ভুয়ো দাবি ছড়াতে শুরু করেছিলেন যে তুরস্কের ইস্তানবুল কংগ্রেস সেন্টার আদতে ভারতের জাতীয় কংগ্রেসের অফিস!
advertisement
‘‘ভারতীয় জনসাধারণকে প্রতারিত করার, একটি প্রধান রাজনৈতিক প্রতিষ্ঠানকে অপমান করার, জাতীয়তাবাদী অনুভূতিতে হস্তক্ষেপ করার, জনসাধারণের অস্থিরতা উস্কে দেওয়ার এবং জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করার জন্য স্পষ্ট এবং অনস্বীকার্য অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে এই কাজটি করা হয়েছিল’’, কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় এফআইআর শেয়ার করে এ কথা বলেছে।
advertisement
“এই পরিকল্পিত প্রচারণা এক নীতিগত ত্রুটি নয়, বরং একটি ইচ্ছাকৃত অপরাধমূলক ষড়যন্ত্র, যা জনসাধারণের ক্ষতি করার, জাতিকে অস্থিতিশীল করার এবং দলীয় এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্বপরিকল্পিতভাবে পরিচালিত হয়েছে। সত্য, জননিরাপত্তা এবং জাতীয় স্বার্থের উপর গুরুতর আক্রমণ চালানোর জন্য অভিযুক্তরা তাঁদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছেন, একজন প্রধান রাজনৈতিক কৌশলবিদ হিসেবে মালব্য এবং একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে গোস্বামী’’, এফআইআরে আরও বলা হয়েছে।
advertisement
যে ভিডিও ফুটেজ নিয়ে এই মামলা দায়ের করা হয়েছে, অমিত মালব্য X-এ সেই ক্লিপটি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘‘এই ভিডিওটির জন্য এফআইআর। কল্পনা করুন!’’ যদিও, কংগ্রেস মামলা দায়ের করার আগেই রিপাবলিক জানিয়েছিল যে অসাবধানতাবশত তুরস্কে কংগ্রেস অফিসের একটি ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু, তাতেও শেষরক্ষা হয়নি।
আসলে, তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানকে সমর্থন করেছে, অপারেশন সিঁদুরের আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে ভারতের সাম্প্রতিক হামলার নিন্দা করেছে। এই আবহে কংগ্রেস এই ভুলকে সহজ ভাবে নেওয়ার কোনও কারণ দেখেনি।
দুই দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক কী হবে তা নিয়ে একদিকে যেমন আলোচনা চলছে, তেমনই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়-সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে তাদের সহযোগিতা স্থগিত করার কথা বিবেচনা করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তুরস্কে অফিস? অমিত মালব্য এবং এই সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করল কংগ্রেস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement