Jyoti Malhotra: রূপে তাঁর আগুন ঝরে আর মনে উচ্চাকাঙ্ক্ষা, দ্বাদশ শ্রেণী থেকে কাজ করেও মেলেনি কাঙ্ক্ষিত জীবন, লোভ টেনে নিয়ে গেল দেশদ্রোহিতার পথে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Jyoti Malhotra News: জ্যোতি, যিনি তাঁর গ্ল্যামারাস লুক, পাশাপাশি ইউটিউব এবং ইনস্টাগ্রামে ভ্রমণের জন্য বিখ্যাত, কে ভাবতে পেরেছিলেন যে একজন সাধারণ মেয়ে নন, বরং এক পাকিস্তানি গুপ্তচর। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে এখন গ্রেফতার করা হয়েছে। কেন জ্যোতি এই পথ বেছে নিলেন ?
প্রবাদ বলে যে রূপই নারীর বিপদের কারণ হয়ে ওঠে। কথাটা একেবারে মিথ্যাও নয়। অসম্ভব রূপ, অথচ ভাগ্য বিরূপ, পা বাড়িয়েছেন তাই জীবনের ভুল পথে, এমন ঘটনা মাঝে মাঝেই শোনা যায়। তবে, জ্যোতি মালহোত্রার গল্পটা ঠিক সেরকম নয়। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি তিনি বাধ্য হয়ে করেননি! জ্যোতি মালহোত্রার ছবি এর মধ্যেই অনেকের চোখে পড়েছে। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে বোঝাপড়ার জন্য অপারেশন সিঁদুরের অধীনে প্রথমে প্রতিবেশী দেশে পদক্ষেপ নেয়। এবার পালা এসেছে দেশে লুকিয়ে থাকা পাকিস্তান-সমর্থিত গুপ্তচরদের। ভারতের অভিযানের সময় যাঁরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে এখন নিরাপত্তা বাহিনী অপারেশন মীরজাফরের অধীনে ব্যবস্থা নিচ্ছে। এই পদক্ষেপের ফলেই ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয়েছে। (Photo: Instagram)
advertisement
তবে, এর বহু আগে থেকেই তাঁর ছবি ঘোরে সোশ্যাল মিডিয়ায়। জ্যোতি, যিনি তাঁর গ্ল্যামারাস লুক, পাশাপাশি ইউটিউব এবং ইনস্টাগ্রামে ভ্রমণের জন্য বিখ্যাত ৷ কে ভাবতে পেরেছিলেন যে একজন সাধারণ মেয়ে নন, বরং এক পাকিস্তানি গুপ্তচর। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁকে এখন গ্রেফতার করা হয়েছে। কেন জ্যোতি এই পথ বেছে নিলেন, তার উত্তরে বলা হচ্ছে যে ছোটবেলা থেকেই তাঁর রাজকীয় জীবনযাপনের শখ ছিল। সেগুলো পূরণ করার জন্য খুব অল্প বয়স থেকে, সঠিক ভাবে বললে দ্বাদশ শ্রেণীতে পড়ার পর থেকেই তিনি কাজ শুরু করেছিলেন। কিন্তু কে জানতেন যে রাজকীয় জীবনের এই আকাঙ্ক্ষা জেলে নিয়ে যাবে। জ্যোতি মালহোত্রা নিজেও বলাই বাহুল্য তা অনুমান করতে পারেননি! (Photo: Instagram)
advertisement
ফলে, একজন সাধারণ মেয়ে, যিনি কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেয়েছিলেন, টাকা আর খ্যাতির লোভে এতটাই অনৈতিকতার গভীরে ডুবে গেলেন যে দেশের বিরুদ্ধে কাজ করতে শুরু করে দিলেন! এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখায় যে সোশ্যাল মিডিয়ার আলোর আড়ালে কতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে। তদন্তকারী সংস্থাগুলি এখন পুরো নেটওয়ার্কের গভীরে যাওয়ার চেষ্টা করছে। (Photo: Instagram)
advertisement
সাধারণ পরিবারের মেয়ে হয়ে বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখাটা অপরাধ কিছু নয়। ৩৩ বছর বয়সী ইউটিউবার জ্যোতি মালহোত্রা, হিসারের নিউ অগ্রসেন কলোনির বাসিন্দা, একজন সাধারণ ঘরের মেয়েও তা দেখেছিলেন। বাবার সঙ্গে ৫৮ গজের একটি ছোট বাড়িতে থাকতেন, ছোটবেলা থেকেই টাকার অভাব অনুভব করতেন। সেই কারণেই দ্বাদশ শ্রেণীর পর পরই কাজ শুরু করে দেন জ্যোতি। (Photo: Instagram)
advertisement
রিসেপশনিস্ট থেকে ইউটিউবার হওয়ার যাত্রা অবশ্য সহজ ছিল না। জ্যোতি প্রথমে একটি কোচিং ইনস্টিটিউটে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। তারপর তিনি একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন। পরে তিনি আবার হিসারের একটি অফিসে রিসেপশনিস্ট হিসাবে যোগ দেন। কিন্তু এই কাজগুলো থেকে যে বেতন পাওয়া যেত, তা তাঁর ইচ্ছা পূরণের জন্য পর্যাপ্ত ছিল না। করোনাকালে যখন তিনি চাকরি হারান, তখন তিনি ইউটিউবে ভিডিও তৈরি শুরু করেন। এর পর জ্যোতি ভ্রমণ এবং ভ্লগিং থেকে অর্থ উপার্জন শুরু করেন। ট্র্যাভেল উইথ জো নামে একটি ইউটিউব চ্যানেল শুরু করেন, যার এখন ৩.৭৭ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর ১.৩১ লক্ষ ফলোয়ারও রয়েছে। (Photo: Instagram)
advertisement
এর পরের পর্যায়েই জ্যোতি পাকিস্তানের সংস্পর্শে আসেন, অর্থ ও বিলাসবহুল জীবনের সন্ধানে পথভ্রষ্ট হন। তদন্তে জানা গিয়েছে যে তিনি পাকিস্তান হাইকমিশনের কর্মচারী এহসান-উর-রহিম ওরফে দানিশের সংস্পর্শে এসেছিলেন। দানিশ প্রথম আলাপেই জ্যোতির নম্বর নেন, কথোপকথন শুরু হয়। ধীরে ধীরে জ্যোতি পাকিস্তানে তথ্য পাঠাতে শুরু করেন। (Photo: Instagram)
advertisement
advertisement
জ্যোতি তাঁর ভিডিওগুলিতে পাকিস্তানের ভাল ভাবমূর্তিই তুলে ধরতেন। তাঁর ইউটিউব চ্যানেলে পাকিস্তান সম্পর্কিত এমন অনেক ভিডিও রয়েছে যেখানে এর ভাবমূর্তি ইতিবাচকভাবে দেখানো হয়েছে। তিনি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের দর্শকদের প্রতিক্রিয়ার ভিডিও তৈরি করেছিলেন। এছাড়াও, কাশ্মীর সফরের সময় তৈরি ভিডিওতে সেনাদেরও দেখানো হয়েছে, যা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে একটি গুরুতর বিষয়। (Photo: Instagram)
advertisement
জ্যোতি থাকেন সাধারণ বাড়িতে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর জীবনযাত্রা খুবই ব্যয়বহুল। বড় গাড়ি, দামি হোটেল এবং বিদেশ ভ্রমণের ভিডিওগুলোয় তাঁকে একজন সেলিব্রিটি বলেই মনে হয়। তাঁর বাবা বলেন যে তিনি কখনও মেয়েকে ইউটিউব থেকে তাঁর আয় সম্পর্কে প্রশ্ন করেননি। হিসার পুলিশ পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জ্যোতি-সহ ছয়জনকে গ্রেফতার করেছে। নিউ অগ্রসেন এক্সটেনশন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে তদন্ত চলছে। (Photo: Instagram)