Karnataka assembly elections 2023: মুখ্যমন্ত্রী হবেন কে, কর্ণাটক নিয়ে টানাপোড়েন কংগ্রেসে! দুই নেতাকে দিল্লিতে ডাক

Last Updated:

কর্ণটাকের মুখ্যমন্ত্রী নির্বাচন করতে গতকাল সন্ধ্য়ায় বৈঠকে বসে কংগ্রেস পরিষদীয় দল।

মুখ্যমন্ত্রী পদের দুই দাবিদার সিদ্দারামাইয়া এবং শিবকুমার৷ ছবি- পিটিআই
মুখ্যমন্ত্রী পদের দুই দাবিদার সিদ্দারামাইয়া এবং শিবকুমার৷ ছবি- পিটিআই
নয়াদিল্লি: কর্ণাটকের  মুখ্যমন্ত্রী পদে কোনও নাম চূড়ান্ত করতে পারল না কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। দলের শীর্ষ নেতৃত্ব এবং সভাপতি মলিকর্জুন খাড়গের উপরেই মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব ছেড়ে দিল রাজ্য নেতৃত্ব। আগামী সপ্তাহের বৃহস্পতিবার নতুন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা শপথগ্রহণ করবে বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পদে দুই দাবিদার ডি কে শিবকুমার এবং সিদ্দারামাইয়াকে দিল্লি ডেকে পাঠানো হয়েছে৷ আজ সন্ধ্যাতেই দিল্লি পৌঁছবেন তাঁরা৷ সম্ভবত তার পরেই চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম৷
advertisement
কর্ণটাকের মুখ্যমন্ত্রী নির্বাচন করতে গতকাল সন্ধ্য়ায় বৈঠকে বসে কংগ্রেস পরিষদীয় দল। কয়েক ঘন্টা বৈঠকের পর দলের পক্ষে প্রস্তাবনা গৃহীত হয়, বিষয়টি নিয়ে দলের সভাপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বেঙ্গালুরুতে যখন পরিষদীয় দলের বৈঠক চলছে, সেই সময় বাইরে বিক্ষোভ এবং স্লোগান দিতে থাকেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অনুগামীরা। দু জনের অনুগামীরাই তাঁদের নেতাকে মুখ্যমন্ত্রী করার দাবি জানান।
advertisement
বৈঠকের পর রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, “দলের সভাপতিকে মুখ্যমন্ত্রী পদে নাম চূড়ান্ত করার দায়িত্ব দেওয়ার প্রস্তাবনা গৃহীত হয়েছে। সেই প্রস্তাবনা সমর্থন করেছেন ১৩৫ জন বিধায়ক। এই প্রস্তাবনা সম্পর্কে দলের সভাপতিকে জানিয়েছেন কে সি বেণুগোপাল। “
advertisement
তবে সূত্রের খবর, সিদ্দারামাইয়া অনেকটাই এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। সেই সঙ্গে সম্ভবত তিন জন উপ মুখ্যমন্ত্রী থাকতে পারেন। একজন উপ মুখ্যমন্ত্রী সম্ভবত লিঙ্গায়েত সম্প্রদায়ের কোনও নেতাকে করা হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka assembly elections 2023: মুখ্যমন্ত্রী হবেন কে, কর্ণাটক নিয়ে টানাপোড়েন কংগ্রেসে! দুই নেতাকে দিল্লিতে ডাক
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement