Karnataka Election Results 2023: ‘মনে পড়ে জেলে সনিয়া গান্ধি দেখা করতে এসেছিলেন’, চোখে জল নিয়ে বললেন শিবকুমার
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Karnataka Election Results 2023: শনিবার সকাল থেকেই ভোট গণনার আভাস আসতে থাকলেই দেখা যাচ্ছিল, কংগ্রেস তরতর করে এগিয়ে যাচ্ছে৷
কলকাতা: জেলে গিয়েছেন৷ বিজেপির কম আক্রমণের মুখে পড়তে হয়নি তাঁকে৷ কিন্তু সেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরিস্থিতি থেকেও উঠে দাঁড়িয়ে দলকে এনে দাঁড় করিয়েছেন জয়ের আসনে৷ কংগ্রেসের নেতা ডি কে শিবকুমার কর্ণাটক নির্বাচনের পরে সাংবাদিকদের মুখোমুখো কেঁদে ফেললেন৷ মুখে জয়ের হাসি থাকলেও চোখের জলে ভাসলেন তিনি৷ এতদিনের যন্ত্রণা যেন মুখ ফুটে বেরিয়ে এল তাঁরা৷
শনিবার সকাল থেকেই ভোট গণনার আভাস আসতে থাকলেই দেখা যাচ্ছিল, কংগ্রেস তরতর করে এগিয়ে যাচ্ছে৷ মাঝপথে ভোটের আসন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি থাকলেও বেলা বাড়লে ১২৫-আসনও পেরিয়ে যায় কংগ্রেস৷
তার মধ্যেই শিবকুমারের বাড়ির বাইরেও হাজির হয়েছিলেন কংগ্রেস সমর্থকরা৷ ঢাক-ঢোল বাজিয়ে, আবীর খেলে তাঁরা উৎসব শুরু করে দেন৷ তার মধ্যেই বাড়ির বাইরের বারান্দায় বেরিয়ে আসেন ডিকে শিবকুমার৷ হাতজোড় করে ধন্যবাদ জানান উপস্থিত সাধারণ মানুষকে৷
advertisement
advertisement
তার পর বেলার দিকে বাইর েবরিয়ে আসেন ডি কে শিবকুমার৷ তিনি সাংবাদিকদের বলেন, তিনি কর্ণাটকের সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে চান৷ তিনি বলেন, কংগ্রেসের কাছে এই জয় পৌঁছে দেওয়ার জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি বলেন সনিয়া গান্ধির কথাও৷
advertisement
শিবকুমার বলেন, ‘আমি কখনও সেই দিনটির কথা ভুলব না৷ যে দিন জেলে আমার সঙ্গে সনিয়া গান্ধি দেখা করতে এসেছিলেন৷ আমি রাননগরে যাব আমার সার্টিফিটেক সংগ্রহ করতে তার পর পার্টি অফিসে ফিরে আমি বিস্তারিত এই বিষয়ে কথা বলব৷’
#WATCH | Karnataka Congress President DK Shivakumar gets emotional on his party’s comfortable victory in state Assembly elections pic.twitter.com/ANaqVMXgFr
— ANI (@ANI) May 13, 2023
advertisement
এক পক্ষ বলছে, এ বারে কংগ্রেসের জয়ে মুখ্যমন্ত্রী পদের জন্য সিদ্দারামাইয়ার পাশাপাশি উঠে আসছে শিবকুমারের নামও৷ যদি সিদ্দারামাইয়া বা শিবকুমার, এই বিষয়ে কিছুই বলতে চাইছেন না৷ বলছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে, কে হবেন মুখ্যমন্ত্রী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 1:38 PM IST