বেঙ্গালুরু: কর্ণাটক নির্বাচনের ভোট গণনা আজ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণার জন্য মঞ্চ প্রস্তুত। ১০ মে কর্ণাটক বিধানসভা ভোট হয় কর্ণাটকে।
বিজেপির মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই, কংগ্রেসের হেভিওয়েট সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমার এবং জেডি(এস)’র এইচডি কুমারস্বামী সহ হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণ আজ। রাজ্যের ৩৬টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে। প্রথম দফায় চলছে পোস্টাল ব্যালটের গণনা।
আরও পড়ুন: ‘টাকার লেনদেন হয়েছে…’ তাপসের দাবি শুনতেই বিস্ফোরক কুন্তল! এই ‘একটিমাত্র’ শব্দে দিলেন উত্তর
প্রথম দফার গণনায় শুরুতে বিজেপি ১০০টি আসনে এগিয়ে থাকলেও, ইভিএম খুলতেই মিলে যায় এক্সিট পোলের পূর্বাভাস। কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল অনুযায়ী কংগ্রেস ১১ টি আসনে এগিয়ে, বিজেপি ৯টিতে।
১০ মে ভোট পড়েছিল ৭৩.৩০ শতাংশ। আজ ১৩ মে শনিবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়েছে ৩৬ টি কেন্দ্রে। এই নির্বাচনে বিজেপির কাছে ক্ষমতা ধরে রাখাটাই চ্যালেঞ্জের। তারা কী ৩৮ বছরের রেকর্ড ভাঙতে পারবে, সেই প্রশ্নও উঠেছে।
Karnataka Election Results 2023 | কর্ণাটক নির্বাচনের ফলাফল 2023 Live Updates Here
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Congress, Karnataka Assembly Election 2023, Karnataka Election 2023