Suvendu Adhikari: 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা....', 'বিরোধী দলনেতার সভা বাতিল' ইস্যুতে বিস্ফোরক Post শুভেন্দুর! দার্জিলিংয়ের সভা নিয়েও বড় অভিযোগ

Last Updated:

Suvendu Adhikari: বিরোধী দলনেতার সভা বাতিল করা ইসুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পুলিশকে তোপ শুভেন্দু অধিকারীর। আগামী ২১ মে দার্জিলিংয়ে সভা বাতিল করার চেষ্টার অভিযোগ নিয়েও সোশ্যাল মিডিয়ায় আজ, শুক্রবার বিকেলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
কলকাতা: বিরোধী দলনেতার সভা বাতিল করা ইসুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পুলিশকে তোপ শুভেন্দু অধিকারীর। আগামী ২১ মে দার্জিলিংয়ে সভা বাতিল করার চেষ্টার অভিযোগ নিয়েও সোশ্যাল মিডিয়ায় আজ, শুক্রবার বিকেলে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন,’ মমতা পুলিশের এখন একমাত্র কাজ হল বিরোধী দলনেতাকে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে বাধা দান করা। লেডি কিমের নির্দেশেই আমাকে বাঁকুড়ার সিমলাপালে ও পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সভা করতে বাধা দেওয়া হয়।”
শুভেন্দু অধিকারী এই পোস্টে আরও লিখেছেন, “মমতা পুলিশ মনে করছে আমাকে বাধা দিয়ে বোধহয় রানিমার কাছে নিজেদের নম্বর বেড়ে গেল, তাই এবার অতি উৎসাহিত হয়ে আগামী ২১শে মে আমার দার্জিলিং এর নির্ধারিত জনসভাও বন্ধ করার জন্য অভিনব ফন্দি এঁটেছে’।
advertisement
advertisement
শুভেন্দুর কথায়,’ দার্জিলিং মোটর স্ট্যান্ডে, যেখানে আমার নির্ধারিত সভাস্থল সেখানে সভার অনুমতি প্রদানের পূর্ব শর্ত হিসেবে নাকি ১৫টা সিন্ডিকেট এবং অন্যান্য সরকারী সংস্থার যেমন পূর্ত দফতর, পৌরসভা ইত্যাদির কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দাখিল করতে হবে। বেশ, আমার পশ্চিমবঙ্গ পুলিশের কাছে একটা প্রশ্ন রয়েছে:-দিন কয়েক আগে উত্তরপূর্ব রাজ্যগুলির সাথে ভারতের অন্যান্য অংশের অন্যতম সংযোগকারী জাতীয় সড়ক – NH12; ৭২ ঘণ্টারও বেশি অবরুদ্ধ হয়ে গিয়েছিল। আঞ্চলিক তৃণমূল দলের কর্মসূচি, উত্তর দিনাজপুরের ইটাহার, মুর্শিদাবাদের ফারাক্কা-সহ একাধিক জায়গায় এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের ওপরেই অনুষ্ঠিত হয়।”
advertisement
অভিষেকের নাম না করে এরপরেই তাঁকে নিশানা করে শুভেন্দু লেখেন, “এই কর্মসূচি পালন করার অনুমতি প্রদানের সময়, ন্যশনাল হাইওয়ে অথোরিটি (NHAI)র কাছ থেকে প্রাপ্ত নো অবজেকশন সার্টিফিকেট (NOC) টা নেওয়া হয়েছিল কি? যদি নেওয়া হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ সেই অনুমতি পত্র সর্বসমক্ষে প্রকাশ করুক। যদি প্রকাশ করতে অসমর্থ হয় তাহলে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে পুলিশ প্রশাসনের এই ভন্ডামি ও দ্বিচারিতা উন্মোচিত হবে, এবং প্রমাণ হবে যে পুলিশ এখন আইনের রক্ষক নয়, আঞ্চলিক তোলামূল দলের এক শাখা সংগঠনে পরিণত হয়েছে’।
advertisement
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী এও বলেন,’পুলিশ প্রশাসনকে বলব, মনে রাখবেন দার্জিলিং মোটর স্ট্যান্ডে যদি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র সভা না হয়, তবে ভবিষ্যৎ এ আপনাদের এই চিঠিটিকে নজির মেনে, নজর রাখবো, অন্য কোনও রাজনৈতিক দল সেই স্থানে সভা করার আবেদন পত্রে আপনাদের বলে দেওয়া এই সকল নো অবজেকশন সার্টিফিকেট (NOC) দাখিল করতে পেরেছে কিনা। আমাকে যে মমতা পুলিশ ও তাদের ‘রাজনৈতিক মনিব’ এত ভয় পায় তা জেনে কিন্তু বেশ ভাল লাগল; ‘ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা….’।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari: 'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা....', 'বিরোধী দলনেতার সভা বাতিল' ইস্যুতে বিস্ফোরক Post শুভেন্দুর! দার্জিলিংয়ের সভা নিয়েও বড় অভিযোগ
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement