হোম /খবর /কলকাতা /
'টাকা লেনদেন হয়েছে' তাপসের দাবিতে বিস্ফোরক কুন্তল! 'একটিমাত্র' শব্দে দিলেন উত্তর

Scam || Kuntal Ghosh: 'টাকার লেনদেন হয়েছে...' তাপসের দাবি শুনতেই বিস্ফোরক কুন্তল! এই 'একটিমাত্র' শব্দে দিলেন উত্তর

তাপস কুন্তল তু তু ম্যায় ম্যায়!

তাপস কুন্তল তু তু ম্যায় ম্যায়!

Scam || Kuntal Ghosh: আলিপুর সিবিআই আদালতে কোর্ট লক আপ থেকে নিয়ে আসার সময় তাঁকে প্রশ্ন করা হয় আপনি সন্তু গঙ্গোপাধ্যায়কে চেনেন? তাতেই বিস্ফোরক দাবি করে বসেন তাপস মণ্ডল।

  • Share this:

কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় ফের কুন্তল – তাপস তরজা তুঙ্গে। ফের বিস্ফোরক তাপস মণ্ডল। আলিপুর সিবিআই আদালতে কোর্ট লক আপ থেকে নিয়ে আসার সময় তাঁকে প্রশ্ন করা হয় আপনি সন্তু গঙ্গোপাধ্যায়কে চেনেন? তাপস বিস্ফোরক অভিযোগ করেন, বলেন “কুন্তলের শাগরেদ সন্তু গঙ্গোপাধ্যায়”।

এমনকি কোর্টে শুনানির পর কোর্ট থেকে ফের লক আপে যাওয়ার সময় তাপস মণ্ডল বলেন,”সন্তু গঙ্গোপাধ্যায় কুন্তল এর ঘনিষ্ঠ এটা আমি জানি।” প্রশ্ন করা হয়, ‘সন্তু গঙ্গোপাধ্যায় কী কুন্তল কে টাকা দিত? তাপস বলেন, সেটা আমি কি করে বলবো আমি জানি না’।

সন্তু গঙ্গোপাধ্যায় কি আপনাকে টাকা দিত? ‘তাপস বলেন, আমাকে কেন টাকা দেবে’। পাল্টা ফের বিস্ফোরক কুন্তল ঘোষ, কুন্তল ঘোষকে এজলাস থেকে লক আপ রুমে নিয়ে আসার  সময় প্রশ্ন করা হয়, সন্তুকে চেনেন? কুন্তল জানান, রাজনৈতিক পরিচয় আছে। সন্তু গঙ্গোপাধ্যায় আপনার শাগরেদ এমনটাই তাপসের দাবি কী বলবেন?  কুন্তল জানান, পাগলের মত কথা বলছে। আর্থিক লেনদেন হয়েছে বলছে? কুন্তল জানান, ‘ধুর’।

কুন্তল ঘোষ আরও বলেন, “আমি যে অভিযোগটা করলাম,  আমার উপর বলপ্রয়োগ করা হয়েছে, আমার ওপর অত্যাচার করা হয়েছে তার বিচারটা কোথায়? আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ আপনারা বিষয়টা ভাল বুঝবেন যে, আমার ওপর যে অত্যাচার হয়েছে তার বিচার চাই আমি।” অভিষেক এর সভা নিয়ে প্রশ্ন করা হয় কুন্তল ঘোষকে। কুন্তল ঘোষ আলিপুর কোর্ট লক আপে ঢোকার সময় বলেন, “ভারতের যুব রাজ্যের যাত্রাতে জনজোয়ার”।

শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ ও কুন্তল ঘোষকে আলিপুর কোর্ট লক আপে নিয়ে আসা হয়। তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষকে ২৬মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

অর্পিতা হাজরা

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Kuntal Ghosh, Scam, West Bengal Recruitment Scam