Himachal Pradesh: হিমাচলের মুখ্যমন্ত্রী কে? নাম বাছতে গিয়ে নাস্তানাবুদ কংগ্রেস
- Published by:Debamoy Ghosh
Last Updated:
মুখ্যমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা, মুকেশ অগ্নিহোত্রী এবং সুখবিন্দর সিং সুখু।
#নয়াদিল্লি: হিমাচলে কংগ্রেসের জয়ের পর থেকে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী কে হবেন। আর সেই সিদ্ধান্ত নিতে শুক্রবার সিমলায় বৈঠকে বসেছিল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলেন তারা।
এমনিতে হিমাচলে সরকার বদলায় এক দফার পর। পাঁচ বছর বিজেপি রাজের পর, এবার হিমাচলের ক্ষমতায় কংগ্রেস। ৬৮ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৪০টি আসন। এবার বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী হবেন কে?
advertisement
শুক্রবার ৪০ জন নবনির্বাচিত বিধায়ক দলের প্রদেশ সভাপতি, পর্যবেক্ষক রাজীব শুক্লা, ভূপেশ বাঘেল ও ভূপিন্দর সিং হুডার সঙ্গে বৈঠকে বসেন। মুখ্য়মন্ত্রী নিয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্য়েই ওই বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতারা। মুখ্যমন্ত্রীর দাবিদার হিসেবে ইতিমধ্যে উঠে এসেছে চারজনের নাম। প্রয়াত মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর স্ত্রী প্রতিভা সিং, তাঁর ছেলে বিক্রমাদিত্য, প্রাক্তন প্রদেশ সভাপতি সুখবিন্দর সিং এবং মুকেশ অগ্নিহোত্রী।
advertisement
বিকেল ৩ টায় সিমলার রেডিসন হোটেলে বসেছিল বৈঠক। বৈঠকের পর রাজীব শুক্ল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কে হবেন সিদ্ধান্ত নেবে হাইকম্যান্ড। বিজেপির বিধায়ক ভাঙানোর চেষ্টা সফল হবে না বলেও জানিয়েছেন তিনি। এ দিকে, মুখ্যমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা, মুকেশ অগ্নিহোত্রী এবং সুখবিন্দর সিং সুখু। তাঁদের সমর্থনে স্লোগান তোলেন অনুগামীরা।
advertisement
আরও পড়ুন: 'তাড়াতে হবে না, চোদ্দ তলা থেকে নিজেই পালাবে!' ডিসেম্বর চর্চার মধ্য়েই নতুন দাবি শুভেন্দুর
দিনভর চূড়ান্ত নাটকের পরও এই টানাপোড়েনে ইতি পড়ল না। বরং দিনভর চূড়ান্ত নাটকের পর শুক্রবার রাতের দিকে হিমাচলে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব শুক্লা জানালেন, কে নয়া মুখ্যমন্ত্রী হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেসের হাইকম্য়ান্ড।
advertisement
রাজীব শুক্ল বলেন, ''কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে ৪০ জন বিধায়কই অংশগ্রহণ করেছিলেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে দলের হাইকম্য়ান্ডের উপর ছেড়ে দেওয়ার প্রস্তাবে সায় দিয়েছেন তাঁরা।''
আজ সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস হাইকম্য়ান্ড। সেক্ষেত্রে আজই বিকেলের মধ্যে হিমাচলের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে ২৪, আকবর রোড থেকে।
advertisement
রাজীব চক্রবর্তী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2022 9:30 AM IST