Himachal Pradesh: হিমাচলের মুখ্যমন্ত্রী কে? নাম বাছতে গিয়ে নাস্তানাবুদ কংগ্রেস

Last Updated:

মুখ্যমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা, মুকেশ অগ্নিহোত্রী এবং সুখবিন্দর সিং সুখু।

হিমাচলে জয় পেয়েও অস্বস্তিতে কংগ্রেস।
হিমাচলে জয় পেয়েও অস্বস্তিতে কংগ্রেস।
#নয়াদিল্লি: হিমাচলে কংগ্রেসের জয়ের পর থেকে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী কে হবেন। আর সেই সিদ্ধান্ত নিতে শুক্রবার সিমলায় বৈঠকে বসেছিল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলেন তারা।
এমনিতে হিমাচলে সরকার বদলায় এক দফার পর। পাঁচ বছর বিজেপি রাজের পর, এবার হিমাচলের ক্ষমতায় কংগ্রেস। ৬৮ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৪০টি আসন। এবার বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী হবেন কে?
advertisement
শুক্রবার ৪০ জন নবনির্বাচিত বিধায়ক দলের প্রদেশ সভাপতি, পর্যবেক্ষক রাজীব শুক্লা, ভূপেশ বাঘেল ও ভূপিন্দর সিং হুডার সঙ্গে বৈঠকে বসেন।  মুখ্য়মন্ত্রী নিয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্য়েই ওই বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতারা। মুখ্যমন্ত্রীর দাবিদার হিসেবে ইতিমধ্যে উঠে এসেছে চারজনের নাম। প্রয়াত মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর স্ত্রী প্রতিভা সিং, তাঁর ছেলে বিক্রমাদিত্য, প্রাক্তন প্রদেশ সভাপতি সুখবিন্দর সিং এবং মুকেশ অগ্নিহোত্রী।
advertisement
বিকেল ৩ টায় সিমলার রেডিসন হোটেলে বসেছিল বৈঠক। বৈঠকের পর রাজীব শুক্ল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কে হবেন সিদ্ধান্ত নেবে হাইকম্যান্ড। বিজেপির বিধায়ক ভাঙানোর চেষ্টা সফল হবে না বলেও জানিয়েছেন তিনি। এ দিকে, মুখ্যমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা, মুকেশ অগ্নিহোত্রী এবং সুখবিন্দর সিং সুখু। তাঁদের সমর্থনে স্লোগান তোলেন অনুগামীরা।
advertisement
দিনভর চূড়ান্ত নাটকের পরও এই টানাপোড়েনে ইতি পড়ল না। বরং দিনভর চূড়ান্ত নাটকের পর শুক্রবার রাতের দিকে হিমাচলে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব শুক্লা জানালেন, কে নয়া মুখ্যমন্ত্রী হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেসের হাইকম্য়ান্ড।
advertisement
রাজীব শুক্ল বলেন, ''কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে ৪০ জন বিধায়কই অংশগ্রহণ করেছিলেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে দলের হাইকম্য়ান্ডের উপর ছেড়ে দেওয়ার প্রস্তাবে সায় দিয়েছেন তাঁরা।''
আজ সিদ্ধান্ত নিতে পারে কংগ্রেস হাইকম্য়ান্ড। সেক্ষেত্রে আজই বিকেলের মধ্যে হিমাচলের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে ২৪, আকবর রোড থেকে।
advertisement
রাজীব চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh: হিমাচলের মুখ্যমন্ত্রী কে? নাম বাছতে গিয়ে নাস্তানাবুদ কংগ্রেস
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement