Gujarat Election Results: বিজেপি-র পৌষ মাস, কংগ্রেসের সর্বনাশ! পাঁচ বছরে আমূল বদলে গেল গুজরাতের ছবি
- Published by:Debamoy Ghosh
Last Updated:
কংগ্রেসের এই শোচনীয় ফলের জন্য আম আদমি পার্টির ভূমিকাও যথেষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
#আহমেদাবাদ: ৯৯ থেকে একেবারে ১৫৬৷ ২০১৭-র তুলনায় এক লাফে ৫৭টি আসন বাড়িয়ে নিল বিজেপি৷ পদ্ম শিবিরের এই ফল গুজরাতে নতুন নজির তৈরি করল৷ ১৯৮৫ সালের বিধানসভা নির্বাচনে গুজরাতে ১৪৯টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস৷ সেই রেকর্ডও এবার ভেঙে দিল বিজেপি৷
অন্যদিকে কংগ্রেসের ছবিটা সম্পূর্ণ উল্টো৷ ২০১৭-র তুলনায় একেবারে ৬০টি আসন কমে গিয়ে এবার গুজরাতে কংগ্রেস জয়ী হয়েছে মাত্র ১৭টি আসনে৷ গুজরাতের বারোটি জেলায় খাতাই খুলতে পারেনি কংগ্রেস৷ কংগ্রেসের এই শোচনীয় ফলের জন্য আম আদমি পার্টির ভূমিকাও যথেষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
advertisement
advertisement
কচ্ছ, অমরেলি, জুনাগড়, সুরেন্দ্রনগর, সুরাত, তাপি সহ বারোটি জেলার সব আসনে জয় পেয়েছে বিজেপি৷ গেরুয়া ঝড়ে সবমিলিয়ে ৪৪ জন কংগ্রেস প্রার্থী এবং ১২৮ জন আপ প্রার্থীর জামানত জব্দ হয়েছে৷
নিজেদের অন্যতম শক্ত ঘাঁটি গুজরাতে এই একপেশে ফল ২০২৪ সালের আগে বিজেপি-র আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল৷ বরং আরও সঙ্কটে পড়ল তাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের ভবিষ্যৎ৷
advertisement
হিমাচলে কংগ্রেস জয় পেলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গুজরাতের এই শোচনীয় ফল কংগ্রেসের জন্য বিরাট ধাক্কা৷ কারণ শুধুমাত্র বিজেপি-র কাছে নাস্তানাবুদ হওয়া নয়, গুজরাতে বিরোধী পরিসরে কংগ্রেসের জায়গা অনেকটাই দখল করে নিল আপ৷ আগামী বছর মধ্যপ্রদেশ, রাজস্থানে নির্বাচন৷ ওই দুই রাজ্যেও এতদিন প্রধান প্রতিপক্ষ ছিল বিজেপি এবং কংগ্রেস৷ কিন্তু গুজরাতের পর আপ এই রাজ্যগুলিতেও কংগ্রেসের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে৷ সর্বোপরি, ২০২৪-এর নির্বাচনে জাতীয় স্তরে আপ এবং কংগ্রেসের এই ভোট ভাগাভাগির বিরাট প্রভাব পড়তে পারে৷
advertisement
গুজরাতে তুলনামূলকভাবে ভাল ফল করলেও হিমাচল প্রদেশে অবশ্য ধরাশায়ী হয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল৷ হিমাচল প্রদেশে আপ খাতা খোলা দূরে থাক, মাত্র এক শতাংশ ভোট পেয়েছে৷ তা সত্ত্বেও ২০২৪ সালে বিজেপি-র প্রধান বিরোধী হিসেবে ক্রমশ কংগ্রেসকে চ্যালেঞ্জ ছু়ড়ে দিচ্ছে আম আদমি পার্টি৷
view commentsLocation :
First Published :
December 09, 2022 5:44 PM IST